আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর আমরা?

আমি বাংলায় গান গাই

এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই খুব তোড় জোড় শুরু হয়েছে ৭২ এর সংবিধানে ফিরে যেতে। অথচ সারা বিশ্ব যখন এগিয়ে যাবার পথে তখন এই রকম একটা বিষয় চিন্তা করা কতটা বোকামি তা একবার ও কেউ ভাবেনি। অজুহাত হিসেবে দাড় করানো হচ্ছে হচ্ছে- ৭২ এর সংবিধানে ফিরে গেলে দেশ থেকে কথিত মৌলবাদী, জঙ্গিবাদীদের নির্মূল করা সম্ভব হবে । আসলে কি তাই ? নাকি এর পেছনে সরকার কে ইন্ধন দাতাদের অন্য কোন উদ্দেশ্য আছে? আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে কি এমন চিত্র দেখবো যে, তারা কোন একটি বিশেষ সুবিধা আদায়ের জন্য ৩৬ বছর পূর্বের অবস্থায় চলে গেছে, নাকি দেখবো যে, তারা ৩৬ বছর পূর্বের তুলনায় ভাল কিছু নতুন করে প্রচলন করার চেষ্টা করছে। তবে কি বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া আমাদের জন্য বোকামি নয়? আমরা পেছনে যাব কেন? কোন যুক্তিতে? আমরা কি পারব ৭২ সালে যে মানুষগুলো দুনিয়াতে ছিল, আজ কবর বাসী, তাদের কে দুনিয়াতে ফিরিয়ে আনতে? আমরা কি পারবো ৭২ এ বাংলাদেশের আর্থিক অবস্থা যেমন ছিল, বর্তমানে সে অবস্থানে ফিরে যেতে? আমরা কি পারবো ৭২ এ দেশের জনসংখ্যা যে পরিমাণ ছিল, এখন দেশের জনসংখ্যা সে পরিমাণে ফিরিয়ে নিতে? তবে আমরা কেন ৭২ ফিরে যাব? আসুন আমরা পিছনে না গিয়ে সামনের দিকে আগাই।

৭২ তুলনায় আরো সুন্দর করে নতুন একটি সংবিধান তৈরী করি। যে সংবিধানে ধনী গরীবের ভেদাভেদ থাকবে না। দেশের নাগরিক সবার সমান অধিকার থাকবে সার্বিক বিষয়ে। যে কেউ অপরাধ করলে শাস্তি পেতে হবে প্রচলিত আইন অনুযায়ী, কাউকে ছাড় দেয়া হবে। তাহলেই কেবল সংবিধান সংশোধনী সবার কাছে গ্রহণযোগ্য হবে।

অন্যথায় ৭২ এর সংবিধানে ফিরে গেলে কাজটি হবে প্রশ্নবিদ্ধ এবং অগ্রহনীয়। এমনকি কোন কোন মহল এক পুঁজি করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.