আমাদের কথা খুঁজে নিন

   

মগবাজার এলাকায় পতিতা সম্মৃদ্ধ এতগুলি আবাসিক হোটেল কেন? নানায় আমারে কয়, তুমি শালা বোদাই রইয়া গেলা!



ইহা একটি ফান পোষ্ট। ইহা পাঠ করিয়া পাঠকে যে কোন ধারণা, অনুমান করিতে সম্পুর্ণভাবে নিষেধ করা হইলো। অনুমান অনেক সময় মারাত্মক রকম ভুল হয়ে থাকে। সুতরাং নানার মত অনুমান করিয়া নিজের ইমান নষ্ট করা ঠিক হইবে না। তারপরে কেউ যদি করে থাকেন, তার দায় দায়িত্ব নিজের স্কন্ধে লইতে হইবে বলিয়া হুশিয়ার কইরা দিলাম।

হাসপাতালের আশে পাশে ফার্মেসী, স্কুলের আশে পাশে লাইব্রেরী, অফিস আদালতের আশে পাশে ফটোকপি কম্পোজ স্টেশনারী মালামাল, আবাসিক এলকায় প্রচুর মুদিদোকান কাচা বাজার দেখা যায়। বাসস্ট্যান্ড লঞ্চঘাটে চা সিগেরেট রেস্টুরেন্ট এর ব্যবসা। মানুষের চাহিদার প্রাধান্য দিয়েই এই সব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে। যেখানে যে পন্যের ক্রেতা বেশী সেখানেই গড়ে উঠে সে ব্যবসা। এই যুক্তি যদি সঠিক হয় তাহলে মগবাজার এলাকায় পতিতা সম্মৃদ্ধ এতগুলি আবাসিক হোটেল কেন? ওখানে এর কাস্টমার কারা? . . . . ৮০ বছরের বুইড়া নানায় আমারে কয়, তুমি শালা বোদাই রইয়া গেলা।

সারাদেশ থেকে ঢাকায় আসা জিহাদী ভাইদের কি শরীর বলে কিছু নাই? স্বাদ আহলাদ বলতে কিছু নাই?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.