আমাদের কথা খুঁজে নিন

   

শহরের বিষফোঁড়া মগবাজার-মৌচাক উড়ালসেতু

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মাসরুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জাপানে অবস্থানকালে ফেসবুকের ‘মজা লস’ পেইজে একটি ভিডিও দেখতে পাই, যেখানে একজন স্কুলছাত্রীকে তার এক সহপাঠী চড় মারছে।
“দেখার পরে বিবেকের তাড়না অনুভব করি। দেশে ফেরার পর প্রথম আমি যে কাজটা করি তা হলো এ বিষয়টা নিয়ে খোঁজ-খবর করা শুরু করি। ”
ফেইসবুক পেইজ ‘মজা লস’ টিম এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেই ছেলেটিকে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
ছেলেটি ‘কিশোর’ হওয়ায় তার নাম-ঠিকানা প্রকাশ করেননি তিনি।


ঘটনাটির বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা মাসরুফ বলেন, “মজা লস টিমের অ্যাডমিন প্যানেল এবং সদস্যদের সহায়তায় আমরা ওই ছেলেটির যাবতীয় তথ্য সংগ্রহ করি। এরপর আমাদের ডিসি স্যারের অনুমতিক্রমে এবং এডিসি স্যারের তদারকিতে আমাদের অফিসার এসআই মনির মাত্র চার ঘণ্টার মধ্যে ওই অপরাধীকে গ্রেপ্তার করে।
“অপরাধীকে এত দ্রুত গ্রেপ্তার করার জন্য আমি আমাদের অফিসারের সাথে সাথে সেই সব বিবেকবান নাগরিকদের ধন্যবাদ দিতে চাই, যারা নিজ থেকে আমাদের তথ্য ও সময় দিয়ে সহায়তা করেছেন। ”
তিনি বলেন, “কিশোরীটির পরিবার প্রথমে ভয় পাচ্ছিল। আমি নিজে গিয়ে তাদের বুঝিয়েছি।

ছেলেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ”
গুলশান এলাকায় কোনো ধরনের ইভ টিজিংয়ের ঘটনা ঘটলে ০১৭১৩৩৯৮৩৪২ নম্বরে ফোন করে তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
গত ২ এপ্রিল ফেইসবুক পেইজ মজা লসে এই ভিডিও চিত্র প্রকাশ করে কিশোরটির পরিচয় জানতে চাওয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।