আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ায় অন এ্যারাইভ্যাল ভিসা সুবিধা বাতিল



মালয়েশিয়ায় অন এ্যারাইভ্যাল ভিসা সুবিধা বাতিল নতুনদেশ ডটকম বাংলাদেশসহ এশিয়ার আটটি দেশের নাগরিকদের জন্যে মালয়েশিয়ায় গিয়ে ভিসা নেওয়ার (ভিসা অন এরাইভ্যাল ) সুবিধা প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া সরকার। গত সোমবার বৈদেশিক শ্রমিক এবং অবৈধ অভিবাসী সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সভায় এই সুবিধা চিরতরে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে মালয়েশিয়া থেকে পাওয়া খবরে জানা গেছে। । বাংলাদেশ ছাড়াও চীন, ভূটান,নেপাল মায়ানমার তাইওয়ান এবং কমোরস এর ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে জানা গেছে। মালয়েশিয়ার ডেপুটি প্রাইম মিনিষ্টার মহিউদ্দিন ইয়াসিন এই প্রসঙ্গে মালয়েশিয়ার মিডিয়াকে বলেছেন, ট্যুরিষ্ট ভিসায় আসা ৪০ হাজার ভারতীয় নাগরিক নিখোঁজ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

দ্বিতীয় বারের মতো মালয়েশিয়া সরকার ভারতীয়দের জন্যে ‘অন এরাভাইল ভিসা’ সুবিধা বাতিল করলো। এ দিকে মালয়েশিয়া ইমিগ্রেশন গত ৬ মাসে প্রায় ৪ হাজার বাংলাদেশিকে বিমান বন্দর থেকে ফিরিয়ে দিয়েছে । ট্যুরিষ্ট ভিসায় আসা এই বাংলাদেশি নাগরিকদের সঙ্গে মাত্রাতিরিক্ত লাগেজ থাকায় তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। পরে তাদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হয় বলে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সাংবাদিকদের জানিয়েছেন। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক দাতোক আবদুল রহমান সাংবাদিকদের বলেছেন, চলতি বছরের গোড়ার দিক থেকেই বর্ধিত হারে বাংলাদেশি নাগরিকরা মালয়েশিয়া আসতে শুরু করে।

হঠাৎ করে বাংলাদেশি ট্যুরিষ্ট সংখ্যা বেড়ে যাওয়ায় আমাদের সন্দেহ হয় এবং আমরা তদন্ত করার উদ্যোগ নেই। তদন্তে দেখা যায়, এরা সবাই কাজের সন্ধানেই মালয়েশিয়া এসেছে। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ হাজার ৮১২ জন বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। তিনি উল্লেখ করেন, ট্যুরষ্ট ভিসায় আসা এই বাংলাদেশি নাগরিকরা অবশ্য বারবারই বলেছে তারা মালয়েশিয়ায় ঘুরতে এসেছে। কিন্তু তাদের সঙ্গে অত্যাধিক পরিমান কাপড়চোপড়,অন্যান্য সামগ্রী এবং রাইসকুকারের মতো রান্নাসামগ্রীও পাওয়া যায়।

এতে প্রতীয়মান হয় তারা আসলে মালয়েশিয়ায় দীর্ঘ সময় থাকার ইচ্ছে নিয়েই এসেছে। এরা কোনো সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় এসেছিলো কী না সাংবাদিকদের এই ধরনের প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন তা তাদের জানা নেই। http://www.notundesh.com/shirshokhobor.html

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.