আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তাবিত সিরিয়া আলোচনায় ইরানকে চায় রাশিয়া

বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক সাক্ষাৎকারে ল্যাভরভ ইরান প্রশ্নে রাশিয়ার এ অবস্থান তুলে ধরেন। গত সপ্তাহে মস্কো ও ওয়াশিংটন যৌথভাবে এই সম্মেলনের প্রস্তাব করে। কিন্তু সম্মেলনে ইরানের অংশগ্রহণ প্রশ্নে দ্বিমত দেখা দিয়েছে সম্মেলনের প্রস্তাবক রাষ্ট্র দুটির মধ্যে। ইরানের ভূমিকা নিয়ে রাশিয়া ও পশ্চিমা রাষ্ট্রগুলোর বিপরীত মন্তব্যে প্রস্তাবিত সম্মেলন হুমকির মুখে পড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “আমাদের পশ্চিমা কিছু সহকর্মীর মধ্যে বাইরের অংশগ্রহণকারীদের সংখ্যা সীমিত রেখে অল্প কয়েকটি দেশের একটি ছোট গোষ্ঠীর সমন্বয়ে আলোচনা শুরু করার আগ্রহ দেখা যাচ্ছে।

তারা আলোচনায় অংশগ্রহণকারী দল, আলোচনার বিষয়বস্তু ও সম্ভবত আলোচনার ফলাফলও আলোচনা শুরুর আগেই নির্ধারণ করতে চান। ” “কিন্তু ভূ-রাজনৈতিক বিবেচনায় এই আলোচনা থেকে ইরানকে বাদ রাখার কথা কারো ভাবা উচিত নয়। সিরিয়া বিষয়ে ইরান খুব গুরুত্বপূর্ণ প্রভাবক। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি,” বলেন তিনি। লেবাননের এক টেলিভিশনকে সাক্ষাৎকারটি দিয়েছিলেন ল্যাভরভ।

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থনকারী ইরান রাশিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। কিন্তু ২০১২ সালের জুনে জাতিসংঘ আয়োজিত সিরিয়ার বিষয়ক আলোচনায় ইরানের অংশগ্রহণ প্রশ্নে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে মতদ্বৈধতা সৃষ্টি করেছিল।  

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.