আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের প্রস্তাবিত মন্ত্রিসভা ঘোষণা

প্রস্তাবিত মন্ত্রিসভা ঘোষণা করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি। 

গতকাল প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই প্রস্তাবিত মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। 

প্রেসিডেন্ট রুহানি জাতীয় সংসদের অনুমোদনের জন্য মন্ত্রিসভার সদস্যদের একটি তালিকা স্পিকারের কাছে জমা দিয়েছেন। ইরানের সংবিধান অনুযায়ী প্রস্তাবিত প্রত্যেক মন্ত্রীকে সংসদে আস্থা ভোটে জয় লাভ করতে হয়। 

প্রস্তাবিত ক্যাবিনেট সদস্যদের তালিকার প্রথমেই রয়েছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরির নাম। মুহাম্মদ জাওয়াদ যারিফকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এছাড়া বিযান নামদার জাঙ্গানেকে তেলমন্ত্রী, আব্দুর রেজা রাহমানি ফাজলিকে স্বরাষ্ট্রমন্ত্রী, হোসেন দেহকানকে প্রতিরক্ষামন্ত্রী ও জাফার মেইলি মুনফারেদকে বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী করা হয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.