আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত (৩য় পর্ব )

নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি।

ফেসবুকের কল্যাণে কয়েকটি গ্রুপে কিছু পুরোনো বিজ্ঞাপন পেলাম। আমার ভালো লাগায় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ১ম পর্ব ) পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ২য় পর্ব ) ৭০ সালের দিকের টিভি এর বিজ্ঞাপন । ১৯৭১ সালের আগের পাকিস্তান বিমান বাহিনী এর বিজ্ঞাপন । সিনেমার নাম রঙিলা। নায়ক নায়িকা সব পাকিস্তানি। ভালো করে খেয়াল করেন ছবির ডান দিকের নিচে উর্দু লিখা।

কেউ কি এখনও ফাউন্টেন পেন ব্যবহার করেন? সম্ভবত হজমবর্ধক কোনো কিছু। রাজ্জাক অভিনীত "স্মৃতিটুকু থাক"। ৭০ এর নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বাটা এর বিজ্ঞাপন । ৭০ এর নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে নাবিস্কো এর বিজ্ঞাপন । আদমজি জুট মিলস এর বিজ্ঞাপন ।

অসাধারন একটি সিনেমা। সময় থাকলে দয়া করে দেখে নিবেন। লিভার ও শিশুদের পেটের পিড়ায় অব্যার্থ !!! "কাওয়াসাকি" স্বাধীনতা পুর্ব বাংলাদেশের সবার প্রিয় মোটর সাইকেল কো. এর বিজ্ঞাপন । অভিজাত পরিবারের বাচ্চাদের জন্য গরুর দুধ। সম্ভবত ৮০ সালের দিকের এক যুগান্তকারি এক বিজ্ঞাপন ।

পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ১ম পর্ব ) পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ২য় পর্ব ) কৃতজ্ঞতা: নাইর ইকবাল, প্রথম আলো। একটি বল্টু মিয়া প্রোডাকশন । ধন্যবাদ সময় করে দেখার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।