আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথে ছুরিকাঘাতে কর্মচারীর মৃত্যু

নিহত কামাল হোসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মচারী ছিলেন।
সাড়ে ১০টার দিকে ঘাতক মোহাম্মদ ইকবাল হোসেনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দীক।
ইকবাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতিরি সাধারণ সম্পাদক।
শুক্রবার সকাল ১০টার দিকে ভিসি কার্যালয়ের পেছনে কামালকে ছুরিকাঘাত করে ইকবাল। গুরুতর আহত কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর ১টার দিকে তিনি মারা যান।
কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামালকে হাসপাতালে আনার পর আমি তার সঙ্গে সামান্য কথা বলে যা জেনেছি তা হলো, একটি মেয়ের সঙ্গে ইকবালের বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে তাদের মধ্যের বিরোধ দেখা দেয়। ওই কারণে ইকবাল ক্ষুব্ধ হয়ে কামালকে ছুরি মারে বলে আমাকে জানিয়েছে।”
ইকবাল বিবাহিত এবং তার সন্তান রয়েছে বলে জানান ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।