আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথে ফটকে তালা ও সড়ক অবরোধ

নতুন হল নির্মাণসহ পাঁচ দফা দাবিতে আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ তিনটি ফটক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া সদরঘাট থেকে রায় সাহেববাজার মোড় পর্যন্ত অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে তিনটি ফটক ও প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও শিক্ষার্থী জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রায় ১৫ হাজার শিক্ষার্থী বাইরে আটকা পড়েন।

বেলা ১১টার দিকে প্রক্টরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন কয়েকজন শিক্ষক। তবে সাধারণ শিক্ষার্থীরা এখনো বাইরে অবস্থান করছেন।
একই দাবিতে পুরান ঢাকার সদরঘাট ফুটওভার ব্রিজের নিচ থেকে রায় সাহেববাজার মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে গুলিস্তান থেকে সদরঘাট ও বাবুবাজার থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় এসব সড়কের বিভিন্ন স্থানে ৪০-৫০টি টায়ার পোড়ান ক্ষুব্ধ শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের দাবি, চতুর্থ দিনের মতো তাঁরা অবরোধ কর্মসূচি পালন করছেন। তা সত্ত্বেও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাঁদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। তাঁদের অন্য দাবিগুলো হলো—ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের শাখা স্থানান্তর, বেদখলে থাকা আরও ১০টি হল উদ্ধার, বিশ্ববিদ্যালয়ের পরিবহন-সংকট নিরসন ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য আড়াই বছর আগে একনেক থেকে পাওয়া ১০০ কোটি টাকার যথাযথ ব্যবহার।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের আজকের সব ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করা হবে।
উপাচার্য মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের শাখার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।