আমাদের কথা খুঁজে নিন

   

আমার লেখা একটি কবিতা



একমাত্র তোমার প্রতিচ্ছবি -ফাতিমা আলী তুমি জানো না দিনরাত সারাক্ষণ দু’চোখে একমাত্র তোমার প্রতিছবি অহোরাত্র তোমার নাম জপি মনে মনে। ধীরে ধীরে সরে যাচ্ছে একান্ত প্রিয়জন আমাকে ক্রমশঃ ঘিরে ফেলছে এক নিঃসঙ্গ পৃথিবী যূতবদ্ধ দীর্ঘশ্বাস খেয়ে ফেলছে ঘরের সবটুকু অক্সিজেন। তুমি কী ধ্যান থেকে জেগে ওঠা সিদ্ধার্থ? একমাত্র মুষ্টিকর্তাই যার জপ তপ! জগৎ সংসার কিংবা কামাসক্তি যেন দিয়েছ সবকিছুই নির্বাসন কে গেথে আছে শূলবিদ্ধ যীশুর মতো নরম হৃদয়ে? আমি সবকিছু তছনছ করে দিতে চাই মহা প্লাবন হয়ে বিরান করে দিতে চাই তোমার যাবতীয় সংশ্রয়। পরীক্ষা চাও কোন? দিতে পারি মুহূর্তে এ হৃৎপিন্ড তোমার ঐ সবল দু’হাতে সার্শ কর-দেখবে পৃথিবীর কোনকিছু এতো অত্যুষ্ণ নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.