আমাদের কথা খুঁজে নিন

   

মহানবী (স) জীবনের উল্লেখযোগ্য ঘটনা ( কপি, পেস্ট )

আপাতত কিছু বলবোনা

৫৭০ খ্রী : মহানবী (স) পিতার মৃত্যু এবং রসূল (স) এর জম্ম। ৫৭৪ খ্রী (৪ বছর) : বক্ষ বিদীর্ণকরণ। ৫৭৭ খ্রী (৭ বছর) : মায়ের মৃত্যু। ৫৭৮ খ্রী (৮ বছর) : দাদার মৃত্যু। ৫৮০ খ্রী (১০ বছর) : দ্বিতীয় বার বক্ষ বিদীর্ণকরণ।

৫৮২ খ্রী (১২ বছর) : প্রথম বিদেশ সফর চাচার সাথে। ৫৮৪ খ্রী (১৪ বছর) : প্রথম যুদ্ধে অংশগ্রহণ ফুজ্জারের যুদ্ধ। ৫৮৭ খ্রী (১৭ বছর) : প্রথম শান্তিমূলক সংগঠন প্রতিষ্ঠা ‘ হিলফুল ফুযুল ’ । ৫৯৪ খ্রী (২৪ বছর) : দ্বিতীয় বার বিদেশ সফর ব্যবসা উপলক্ষে। ৫৯৫ খ্রী (২৫ বছর) : প্রথম বিবাহ হযরত খাদীজা (রা) সাথে।

৬০০ খ্রী (৩০ বছর) : প্রথম সন্তান এর জম্ম। ৬০৫ খ্রী (৩৫ বছর) : সংস্কার মূলক কার্যক্রম শুরু কাবার সংস্কার ও হাজরে আসওয়াদ স্থাপনের মধ্য দিয়ে। ৬১০ খ্রী (৪০ বছর) : সর্বপ্রথম আসমানী ওহী নাজিল এবং ইসলাম প্রচারের নির্দেশ লাভ। ৬১৩ খ্রী (৪৩ বছর) : সমাজ নেতাদের ভোজান্তের মাধ্যমে দাওয়াত দিয়ে ইসলাম প্রচার। ৬১৪ খ্রী (৪৪ বছর) : সম্মেলনের মাধ্যমে ইসলাম প্রচারের দাওয়াত সাফা পাহাড়ের পাদদেশে দাড়িয়ে এবং প্রথম শহীদের ঘটনা হযরত সুমাইয়া (রা) এবং হারিস ইবনে আবু হালা (রা) মাধ্যমে।

৬১৫ খ্রী (৪৫ বছর) : কিছু মুসলমানের দেশ ত্যাগ ৬১৬ খ্রী (৪৬ বছর) : প্রভাবশালী নেতা হযরত ওমর (রা) ইসলাম গ্রহণ এবং সমাজের আরও কিছু প্রভাবশালী কবি লবিদ, হামজা (রা) ইসলাম গ্রহণ। ৬১৭ খ্রী (৪৭ বছর) : গৃহবন্দী হওয়া (শি’ আবে আবু তালিব ) ৬১৯ খ্রী (৪৯ বছর) : ২ বছরের গৃহবন্দীর অবসান। প্রাণপ্রিয় স্তী খাদিজার (রা) মৃত্যু , প্রিয় মানুষ এবং দুঃসময়ের আশ্রয়দাতা চাচা আবু তালিবের মৃত্যু এবং পুণরায় অত্যাচার শুরু। ৬২০ খ্রী (৫০ বছর) : বিদেশীদের কাছে ইসলাম প্রচার এবং কয়েক জায়গা থেকে প্রত্যাখান ও নির্মম অত্যাচার (তায়েফবাসী কতৃর্ক ), কিছু জায়গা থেকে সাড়া পাওয়া , মদিনার প্রথম ৬ জনের ইসলাম গ্রহণ এবং ২য় বিবাহ। ৬২১ খ্রী (৫১বছর) : শেষবারের মত বক্ষ বিদীর্ণকরণ, ৫ ওয়াক্ত নামাজ ফরজ, গুরুত্বপূর্ণ কিছু ঘটনা (আকাবার শপথ) ৬২৩ খ্রী (৫৩ বছর) : চুড়ান্ত বিরুদ্ধীতা এবং রাষ্ট্রীয় ভাবে হত্যার ষড়যন্ত।

মুসলমানদের দেশত্যাগ, পুনরায় বাইয়াত। ৬২৪ খ্রী (৫৪ বছর) : রাসূলের দেশত্যাগ, প্রথম জুমার নামাজ আদায়, রাসূলকে মদিনাবাসী কর্তৃক সংবর্ধনা এবং প্রথম মদিনার সনদ এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। ৬২৫ খ্রী (৫৫ বছর) : ইসলামের প্রথম যুদ্ধাভিযান (আবওয়া নামক স্থানে) উবাইদা ইবনে হারিসের নেতৃত্বে। রোজা ও যাকাত ফরজ করা হয়েছে। পূণাঙ্গ ইসলামী রাষ্ট্রের প্রাকটিস শুরু।

বেশ কয়েকটি সামরিক যুদ্ধ পরিচালনা এবং জিহাদের নির্দেশ সম্মলিত আয়াত নাজিল। বিখ্যাত বদর যুদ্ধ সংঘঠিত হয়। ৬২৬ খ্রী (৫৬ বছর) : ওহুদ যুদ্ধ, বিভিন্ন গোএের বিরুদ্ধে যুদ্ধ (ইহুদী), উল্লেখযোগ্য সংখ্যক সাহাবীর শাহাদাত বরণ, বিভিন্ন গোএের বিশ্বাসঘাতকতা। ৬২৭ খ্রী (৫৭ বছর) : ৬৮ জন দাওয়াতী সাহাবীকে হত্যা, মদ নিষেধ ও প্রর্দা প্রথার প্রবতন। ৬২৯ খ্রী (৫৯ বছর) : হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষর, বৈশ্বিক ইসলাম প্রচার, হজ্জ ফরজ।

৬৩০ খ্রী (৬০ বছর) : ইহুদী কতৃক হত্যা প্রচেষ্টা, খায়বার যুদ্ধ, বিশ্ব নেতাদের প্রতি ইসলাম প্রচারের জন্য দূত প্রেরণ, কিছু বিশ্ব নেতাদের ইসলাম গ্রহণ ( নাজ্জাশী, ইয়ামানের গভর্ণর ‘বাজান’ ) , খালিদ বিন ওয়ালিদের ইসলাম গ্রহণ। ৬৩১ খ্রী (৬১ বছর) : বিভিন্ন দেশ বিজয় (বাহরাইন, ওমান ) ও সৈন্য প্রেরণ, মুতার যুদ্ধ এবং সেই যুদ্ধে তিন জন সেনাপতির শাহাদাত ও অবশেষে খালিদ বিন ওয়ালিদের সেনাপতির দায়িত্ব লাভ। ৬৩২ খ্রী (৬২ বছর) : পবিএ মক্কা অভিযান ও বিজয়, দলে দলে লোকদের ইসলাম গ্রহণ , গণ কখমা ঘোষণার পরও ৩ জন বিশিষ্ট কাফিরকে হত্যা, হুনাইন যুদ্ধ, তায়েফ বিজয়, রোমান সমাট্র হিরাক্লিয়াসের বিরুদ্ধে তাবুক অভিযান, ইয়ামেন অভিযান, বিভিন্ন দিকে অভিযান প্রেরণ এবং বিভিন্ন দেশের দূতদের শান্তির বার্তা নিয়ে রাসূলের নিকট আগমণ, মুশরিকদের সাথে সরাসরি সর্ম্পকচ্ছেদের ঘোষণা। ৬৩৩ খ্রী (৬৩ বছর) : পবিএ বিদায় হজ্জের ভাষণ, ইসলাম প্রচারে সাহাবীদের বিভিন্ন দেশে প্রেরণ, কুরআনের সর্বশেষ আয়াত নাজিল। ৬৩৪ খ্রী : বিভিন্ন দেশে অভিযান প্রেরণ অব্যাহত এবং রসূলের (স) পৃথিবী থেকে প্রস্থান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.