আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাসে ছাত্র ছাত্রিদের যেভাবে রেগুলার স্টুডেন্ডে পরিনত করা যায় (একটি লুল গভেষনা ১)

ফেইসবুকে আমি http://facebook.com/rupam71 আজকাল স্কুল কলেজে ছাত্র ছাত্রিদের আংশগ্রহন একেবারে কম। কিভাবে ছাত্র ছাত্রিদের ক্লাসে আনানো যায় তাই নিয়ে শিক্ষক সমাজ এবং ও অভিবাভকরা আজ চিন্তিত। তাদের চিন্তা দূর করতে ও কিভাবে স্কুল কলেজে ছাত্র ছাত্রিদের উপস্থিতি বাড়ানো যায় তা নিয়ে আমি একটু গভেষনা করলাম। . স্কুল কলেজ ছাত্র ছাত্রী দের কে ক্লাসে রেগুলার করার জন্য নিম্নোক্ত পদক্ষেপ গ্রহন করা উচিত ১.ভারত পাকিস্তান আমেরিকার মত স্কুলে কিছু যুবতী হট মেডাম নিয়োগ দেয়া দরকার। তাহলে আর ছেলেরা মেয়ে দেখার জন্য গার্লস স্কুল এবং কলেজে ভীড় না করে রেগুলার ক্লাস করবে।

২.ক্লাসে জন আব্রাহম সালমান খানের মত বডি বিল্ডার টিচার নিয়োগ দিতে হবে, তাহলে মেয়েরা স্যার দেখার জন্য রেগুলার ক্লাসে আসবে। ৩.স্কুল বা কলেজে সপিং মল রাখতে হবে যাতে মেয়েরা ক্লাস ফাকি দিতে আর সপিং মলে না যেতে হয়। ৪.স্কুল কলেজ প্রঙ্গনে চা সিগারেটের দোকান থাকতে হবে তাহলে আর ছেলেরা ক্লাস মিস করবে না। ৫.ক্লাস রুমে ফোনে কথা বলা এলাউ করতে হবে, তাহলে আর শুধু ফোনে কথা বলার জন্য কেউ ক্লাস ফাকি দিবে না। ৬.স্কুল কলেজে ক্লাসের টাইমের ফাকে ২০ মিনিট ডেটিং টাইম রাখতে হবে, তাহলে কোন ছেলে মেয়ে ডেটিং করার জন্য ক্লাস মিস দিবে না।

৭.কলেজে এক বেন্চে ২ জন বসার নিয়ম করতে হবে। একজন ছেলে একজন মেয়ে। ৮.ক্লাসে ফেইসবুক চালানোর অনুমতি দিতে হবে, তাহলে ছাত্র ছাত্রিরা টাকা খরচ করে ইন্টারনেট না চালিয়ে টাকা বাচাতে ক্লাসে আসবে। . [এটি আমার নিজের করা গভেষনা। এই পোষ্টের জন্য কারো অনুভূতিতে আঘাত লাগলে তার জন্য লেখক দায়ী নয়।

] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।