আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা পরিষদ রাজশাহী: বর্তমান সরকার একনায়ক স্বৈরাচারের ন্যায় আচরণ করছে



জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ রাজশাহী জেলা শাখা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বর্তমান সরকার একনায়কতন্ত্র ও স্বৈরাচারী সরকারের ন্যায় আচরণ করছে। বিশেষ করে দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে রিমান্ডের নামে পৈশাচিক নির্যাতন করা হচ্ছে। এটা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের জন্য শোভনীয় নয়। পরিষদ আরও লক্ষ্য করছে যে, বিরোধীদল যখনই নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের অপকর্মের বিরোধিতা করছে তখনই পুলিশ বাহিনী দিয়ে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। ছাত্রলীগ ও যুবলীগের দ্বারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে খুন ও গুপ্ত হত্যা করে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করা হচ্ছে।

পরিষদ আরও লক্ষ্য করছে যে, দেশের জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলো সরকারের অপকর্মের তথ্য তুলে ধরলে তাদেরকে দলীয় কর্মীদের দ্বারা হুমকি এবং সরকারিভাবে তাদের হয়রানি করা হচ্ছে; এমনকি আমার দেশ পত্রিকার মত একটি জনপ্রিয় সংবাদপত্রকে বন্ধ করে তার সম্পাদককে গ্রেফতার করে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন করা হয়েছে। যা একটি গণতান্ত্রিক সরকারের জন্য কখনই কাম্য নয়। বর্তমান সরকার আবারও পঞ্চম সংশোধনী বাতিল করে ‘৭২ এর সংবিধানে ফিরে ধর্মীয় রাজনীতি বন্ধ করে দিয়ে বাকশাল গঠনের ক্ষেত্র তৈরি করছে। ধর্মীয় রাজনীতি বন্ধ করা বা বাকশাল গঠন মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। তাই পরিষদ সরকারের বর্তমান কর্মকান্ডের নিন্দা জানাচ্ছে এবং সরকারকে বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ করে নিঃশর্ত মুক্তি দিয়ে দেশে সর্বদলীয় গণতন্ত্র কায়েমের আহবান জানিয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.