আমাদের কথা খুঁজে নিন

   

গরিব শিশুদের ‘ভেড়া’ বানানোর গেম শো একুশে টিভিতে !



গতকাল সন্ধ্যায় চ্যানেল চেঞ্জ করতে গিয়ে দেখি একুশে টিভিতে একটা অনুষ্ঠান চলছে। নাম জানিনা। তাতে একটা প্রতিযোগিতা চলছে; একজন লোক দুইজন ৭/৮ বছরের পথশিশুকে (যাদের আমরা সাধারণত টোকাই বলে ডাকি) শেভিং ফোম লাগিয়ে ‘ভেড়া’ সাজাচ্ছে। শিশুদুটির পরণে শুধু হাফপ্যান্ট আর লোকটি সযত্নে তাদের সারা শরীরে শেভিং ফোম লাগিয়ে ‘ভেড়া’ বানাচ্ছে ! বলা বাহুল্য, কিছু লোক গোল হয়ে দাঁড়িয়ে ব্যাপারটি উপভোগ করছিলো আর উপস্থাপিকা ভদ্রমহিলা চেঁচিয়ে চেঁচিয়ে উৎসাহ দিচ্ছিল। ভেড়া বানানো শেষ হলে লোকটিকে প্রশ্ন করা হল কাজটি করতে তার কেমন লাগলো। উত্তরটা শোনার আগেই কারেন্ট চলে গেলো । ব্লগারদের কেউ কি অনুষ্ঠানটি দেখেছিলেন বা তাদের কোন ধারণা আছে এটা কিরকম গেম শো? আমার প্রশ্ন হল- দুইজন ‘টোকাই’ কে ভেড়া সাজিয়ে তারা কি বোঝাতে চাইলো? আর লোক পাওয়া গেল না? নাকি তারা দরিদ্র বলেই ............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.