আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গ রাত্রির পদাবলি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

শাফিক আফতাব.................... অনুসূয়া, দূরে থাকো__তবু রাত্রিগুলো ভরে থাকে তোমার সুবাসে : শীতের চাদরের মতোন আঁধার মুড়িয়ে আমি শুয়ে থাকি__ পিঠার ভাপেঁর মতোন উষ্ণ শ্বাস কুয়াসার মতোন ছেয়ে যায় তোমার চোখে চুলে__ তোমাকে ছুঁই আমি মনের ভুলে। নদীর স্রোতের মতোন রাতের আঁধার ভোরের মোহনায় শেষ হয় : সফেদ আলোর আস্বাদে চোখের পাতা খুলে যায় ঘুমের ঘ্রাণে__ তুমি এসে__ স্পর্শে, যাদুমন্ত্রে জাগাও__ আমি ফুটে থাকি ফুরফুরে প্রাণে।

রাত্রিগুলি নিঃসঙ্গ__ তবু যেন হেমন্তের ক্ষেতের মতোন পরিপূর্ণ : তুমি আমাকে চূর্ণ করে ভেতরে পাতাল রেলে ভ্রমণ করো__ তোমার ফুলে মুখে রেখে ঘ্রাণে অবস অবসন্ন হই: রাতের আঁধারে ফুটে ওঠে খই। অনুসূয়া দূরে থাকো__তবু তোমার মসৃণ স্পর্শে জেগে উঠি : গোয়েন্দা পুলিশের মতোন তোমার অন্তরমহল সন্ধান করি সোনা-দানা-রৌপ্য তুমি নেই__ তবু, তোমাকে শোনাই রূপকথাকাহিনীর গপ্প। ২২.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।