আমাদের কথা খুঁজে নিন

   

শোকের ছায়া বন্ধু দিবসে, কবে শোক হীন বন্ধু দিবস পালন করবে পৃথিবীর সব বন্ধু।

আমি মত্তে মাতব জলে হাসব সর্ব সান্ত হয়ে বটের ছাযায় গা এলিয়ে শীতল হাওযায় ভাসব..........

শোক, কষ্ট মানুষের জীবনের একটি অংশ। তবে কষ্টের কিছু ধরন আছে এমন কিছু কষ্ট আছে যা মানা যায়। বলুনতো এই কষ্টটা মানা যায় নাকি? ক্লাস শেষে এক ছোট্ট শিশু মায়ের সাথে বাড়ি ফিরছে এই সময় একটি তেল বাহি গারি এ এসে তার হৃদ স্পন্দন থামিয়ে দিয়ে যায়। শোক কষ্ট তো বাধ ছিড়ে যাবার কথা। এই ঘটনা ঘটে রংপুর কেন্টপাবলিক স্কুল এন্ড কলেজের সামনে।

সময় ১২.১৫ ঘটিকার সময়। ক্লাস শেষে মেয়েটি তার মায়ের সাথে বাসা ফিরছিল রিকসায় উঠার পরই ঘটে এই ঘটনা। মেয়েটি ক্লাস থ্রির ছাত্রী। এখন সেখানে রাস্তা বন্ধ করে অবরথ চলছে। সবার একটি প্রশ্ন কত প্রাণ দিলে রাস্তা মানুষের জন্য নিরাপদ হবে।

এই একি প্রশ্ন সবার। এই প্রশ্নের উত্তর পেতে আরও যে কত প্রাণ দিতে হবে কে জানে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।