আমাদের কথা খুঁজে নিন

   

ডিএডি রহিম মারা গেছেন

টুকলিফাই মারাই আমাদের কাজ, চুরা ছেঁচা দেয়াই আমাদের লক্ষ্য।

পিলখানা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ডিএডি আবদুর রহিম (৫৪) গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেলের ১ নম্বর ওয়ার্ডে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

জেল সুপার তৌহিদুল ইসলাম সমকালকে জানান, দীর্ঘদিন ধরে ডিএডি আবদুর রহিম শ্বাসকষ্ট, রক্তচাপ ও গ্যাস্ট্রিকে ভুগছিলেন। এর আগেও কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হেফাজতে বেশ কয়েকবার চিকিৎসা দেওয়া হয়েছে। কারা হাসপাতালেও তার চিকিৎসা দেওয়া হয়। রহিম পিলখানায় সিগন্যাল সেক্টরের ডিএডি ছিলেন। পিলখানা বিদ্রোহের সময় তিনি একাধিক সেনা কর্মকর্তার পরিবারকে নির্মম নির্যাতন করেন বলে জানা যায়।

পিলখানা বিদ্রোহের সময় গত বছরের ২৫ ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বাসভবন যমুনায় যায় বিডিআরের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। ডিএডি রহিম ওই দলের অন্যতম সদস্য ছিলেন। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে বীরোচিতভাবে নানা বিষয়ে কথা বলেন রহিম। তবে ওইদিন সকাল ১১টার মধ্যে পিলখানায় অনেক সেনা কর্মকর্তাকে হত্যা করা হলেও সাংবাদিকদের কাছে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের বিষয়টি বেমালুম চেপে যান তিনি। বিডিআর বিদ্রোহের পরিকল্পনাসহ নানা অপরাধে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সম্প্রতি পিলখানা হত্যা মামলায় বিস্ফোরক আইনে সিআইডির দেওয়া চার্জশিটেরও অন্যতম আসামি রহিম। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তার চার ছেলে এক মেয়ে। তার এক ছেলে বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেফতার হয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলে রয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।