আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালি না বাংলাদেশি !

আমি আশা করবো..”তুমি আমাকে বুঝবে

"বাঙালি জাতীয়তাবাদ নয়, জাতীয়তাবাদ হবে বাংলাদেশি"- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষনা করে দেয়া হাইকোর্টের রায় সংশোধন করে বাঙালি জাতীয়তাবাদের জায়গায় আপিল বিভাগ বাংলাদেশি জাতীয়তাবাদ হবে বলে অভিমত ব্যক্ত করেছে। বাঙালি হোক বা বাংলাদেশিই হোক এদেশের কতজন মানুষ জাতীয়তাবাদের সঙ্গে পরিচিত। এদেশে বুদ্ধিজীবী, আইনবিদ আর তথাকথিত সুশিল সমাজ ছাড়া কোথায় কোন আইন প্রণয়ন হোলো,পরিবর্তন,পরিমার্জন বা সংশোধন হোলো, জাতীয়তাবাদ বাঙালি হবে না বাংলাদেশি হবে, তার খোঁজ কে রাখে। বাঙালি বলুন আর বাংলাদেশি বলুন সরকার ও রাজনীতিবিদদের কাছে আপামোর জনমানুষের চাওয়া পাওয়া যে কি সেটা বোঝার ক্ষমতা কি ওদের নেই ? চাপিয়ে দেয়া আইন দিয়ে মানুষের মন জয় করা বা সেই আইনের যথাযথ প্রতিষ্ঠা ও প্রয়োগ কি সম্ভব! মানুষ যখন ওষ্ঠাগত গ্যাস,বিদ্যুত,পানি,ট্রাফিক জ্যাম,মূদ্রাস্ফিতি ও মূল্যস্ফিতি নিয়ে ঠিক তখন আমরা সংবিধানের সংশোধনী নিয়ে যারপরনাই ব্যস্ত। আপনাদের প্রণিত আইন ও তার সংশোধন, পরিবর্তন,পরিমার্জন যদি আমাদের উক্ত সমস্যাগুলির সমাধান দিতে পারতো তাহলে ওই আইনকে কুর্ণিশ করতাম। অবস্হা এমন যে, সংবিধান এখন আর মানুষের জন্য নেই, সংবিধান শুধুমাত্র সংসদ, সরকার,আইনবিদ ও তথাকথিত সুশিল সমাজের সময়ের খোরাক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.