আমাদের কথা খুঁজে নিন

   

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা

চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ন্যূনতম বেতন ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষানবীশরা সর্বনিম্ন ২৫শ' টাকা মজুরি পাবে। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী অন্যান্য সব সুযোগ-সুবিধা পাবেন শ্রমিকররা। সচিবালয়ে বিকেল ৫টায় শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন মজুরি কাঠামো ঘোষণা করেন।

আগামী পয়লা নভেম্বর থেকে এই বেতন কাঠামো কার্যকর হবে। নতুন কাঠামো ঘোষণার সময় বিজিএমইএ, মজুরি বোর্ডের লোকজন, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সাংবাদকিদরে এক প্রশ্নের জবাবে বলেন : বিজিএমইএ এবং বিকেএমইএ-কে তিনি এ কাঠামো মেনে চলার আহ্বান জানাবেন। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেছেন : যারা নতুন বেতন কাঠামো বাস্তায়ন মানবে না তাদের এ খতে ব্যবসা ছেড়ে দেয়া উচিত। এদিকে আজ থেকে যেন আর কোনো ভাংচুর চালানো না হয় সেজন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান।

নতুন মজুরি কাঠামোর বিষয়ে ১৪ দিনের মধ্যেই মতামত জানাতে হবে সংশ্লিস্ট সব পক্ষকে। শ্রমিক নেত্রী শিরিন হক বলেন : সব শ্রমিক সংগঠন একত্রিত হয়ে তাদের আপত্তি-অনাপত্তি বিষয়ে মতামত দেবেন। পোশাক শ্রমিকদের জন্য ১৯৮৫ সালে প্রথম ৬২৭ টাকার মজুরি কাঠামো ঘোষণা করা হয়। এরপর ৫ বছর পর নতুন কাঠামো ঘোষণা করার কথা থাকলেও, ৯৪ সালে ৯৩০ টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। এরও একযুগ পর ২০০৬ সালে ন্যূনতম মজুরি ধরা হয় ১৬শ ৬২ টাকা।

নিয়ম অনুযায়ী ৫ বছর পরে পোশাক শ্রমকিদের বেতন কাঠামো ঘোষণার কথা থাকলেও এবার সাড়ে ৩ বছরের মাথাই মজুরি কাঠামো ঘোষণা করা হলো। এখন এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। সূত্র: এবিসি রেডিও ৮৯.২ এফএম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.