আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের পোশাক

নগরদোলা
উজ্জ্বল রংগুলো প্রাধান্য দিয়ে ঈদ সম্ভারে পোশাকগুলোর রং নির্বাচন করেছে তারা। কিছুটা গরমের মধ্যে কোরাবানির ঈদ হচ্ছে। তাই ব্যবহারে আরামের কথা বিবেচনা করে বেছে নেয়া হয়েছে সুতি কাপড়। উৎসবের কিছু এক্লুসিভ পোশাকে জন্য বেছে নেয়া হয়েছে ঐতিহ্যগতভাবে প্রশংসিত সিল্ক, মসলিন, এন্ডি সিল্ক, জয়শ্রি, এন্ডি কটন, জর্জেট, শিফন। এসব পোশাক কারচুপি, এম্ব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, ব্লক, স্টিচিং ইত্যাদি কারুকাজের মাধ্যমে সমৃদ্ধ করা হয়েছে।


নগরদোলার ঈদ পোশাক সম্ভার সাজানো হয়েছে সালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, কুর্তি ও বাচ্চাদের পোশাক।
কামিজের ক্ষেত্রে বর্তমান সময়ের ট্রেন্ড গুরুত্ব দিয়ে করা হয়েছে লং কামিজ। অলংকরণে রয়েছে নগরদোলোর নিজস্বতা। তাদের স্টাইলিং প্রোডাক্ট লাইনে যোগ হয়েছে কুর্তি ও সিঙ্গেল কামিজ।
 
নগরদোলা নগরদোলা এক্সক্লুসিভ, নন এক্সক্লুসিভ এ দু’ধারার কুর্তির ফেব্রিক ও স্টাইল, নেক লাইন, কলার ও বাটনের ব্যবহার কুর্তিতে ভিন্ন মাত্রা দিয়েছে।


নগরদোলা
নগরদোলা
ত্রয়ী ফ্যানদের জন্য নতুন বার্তা। এই ত্রয়ীকে নতুন মাত্রা দিতে ও আরও আকর্ষনীয় করতে ত্রয়ীকে সাজানো হয়েছে একটু অন্য আঙ্গীকে। কালার অপশন দেয়া হয়েছে ত্রয়ী ফ্যানদের প্রিয় কালার বেছে নিতে। এসব পোশাকের মুল্য নির্ধারন করা হয়েছে ক্রেতা সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে। উৎসবীয় আমেজ পাওয়া যাবে নগরদোলার সব বিক্রয়কেন্দ্রে।


কে ক্র্যাফ্‌ট
শাড়ি, সালোয়ার কামিজ, টপ্‌স, শার্ট, ফর্মাল শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, কুর্তা ও শিশুদের পোশাকের আয়োজন দেখার জন্য ঘুরে আসতে পারেন কে ক্র্যাফ্‌ট এ। যৌক্তিক মূল্যসীমায় এসব পোশাকগুলো ক্রেতাদের আগ্রহ তৈরি করবে।
 
কে ক্র্যাফ্‌ট
কে ক্র্যাফ্‌ট
শাড়ি
বরাবরের মতো নিজস্ব ডিজাইনে টাঙ্গাইল, সিরাজগঞ্জে বুননকৃত শাড়িগুলোর রংয়ের বিন্যাস, ভ্যালু এডিশনের সুক্ষতা ও পরিশিলিত মোটিফ বিশেষ বৈশিষ্ট এনেছে। শাড়িতে সুতি, এন্ডি, মস্‌লিন, সিল্ক ও খাদি মেটেরিয়াল ব্যবহৃত হয়েছে। মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়েছে বাটিক প্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি, কাঁথার কাজ, টাই-ডাই, ইরি কাজ।

মেরুন, কমলা, ফিরোজা, মেজেন্টা, বেগুনি, হলুদ, গোলাপি, সবুজ, নীল— উজ্জ্বল রং ব্যবহৃত হয়েছে। মূল্যসীমা— সুতি ৭৫০ থেকে ১ হাজার ৩শ’ টাকা। এন্ডি ও সুতি ১ হাজার ৩শ’ থেকে ২ হাজার ২শ’ টাকা। এন্ডি ও সিল্ক ৪ হাজার থেকে ৭ হাজার টাকা।
 
কে ক্র্যাফ্‌ট
কে ক্র্যাফ্‌ট
সালোয়ার কামিজ
কাপড়, কামিজের হাতা এবং নেক-এ পরিবর্তন আনা হয়েছে।

তাঁতে বোনা সুতি কাপড়ে এমব্রয়ডারি, কারচুপি, কাঁথার কাজ ও এপ্লিকের অলংকরণ করা হয়েছে। কাট-প্যাটার্ন ও ফিনিশিং এবং এক্সেসেরিজ এর ব্যবহারে বৈশিষ্টপূর্ণ। সুতি থ্রিপিসগুলোর মূল্যসীমা ১ হাজার ২শ’ থেকে ২ হাজার ৪শ’ টাকা। এন্ডি কামিজে এমব্রয়ডারি, কারচুপির কাজ থাকছে সঙ্গে ওড়না ও সালোয়ারে প্রিন্ট। মূল্যসীমা ৩ হাজার থেকে ৪ হাজার ৫শ’ টাকা।

জয় সিল্ক, বলাকা সিল্ক, ক্যাশমিলান ও মস্‌লিন কম্বিনেশনে এক্সক্লুসিভ ডিজাইনের থ্রিপিসও থাকছে। মূল্যসীমা ৩ হাজার ৫শ’ টাকা থেকে ৬ হাজার ৫শ’ টাকা।
স্কার্ট, টপ্‌স ও ফতুয়া
সুতি, তাঁতজাত, ডবি, খাদি বিভিন্ন কাপড়ে তৈরি হয়েছে মেয়েদের ফতুয়া এবং স্কার্ট-টপ্‌স। ফতুয়ার  মূল্যসীমা ৭৫০ থেকে ১ হাজার ২শ’ টাকা। স্কার্ট-টপসের মূল্যসীমা ১ হাজার ২শ’ টাকা থেকে ১ হাজার ৮শ’ টাকা।


বাচ্চাদের পোশাক
থাকছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, ফতুয়া। মূল্যসীমা ৫৫০ থেকে ১ হাজার ৪শ; টাকা। মেয়ে শিশুদের জন্য ফ্রক, স্কার্ট-টপ্‌স এর আয়োজন থাকছে। মূল্যসীমা ৪৫০ থেকে ১ হাজার ৬শ’ ৫০ টাকা। এছাড়াও থাকছে আকর্ষণীয় সালোয়ার কামিজ।

মূল্যসীমা ৭৫০ থেকে ১ হাজার ৬শ’ ৫০ টাকা।
 
কে ক্র্যাফ্‌ট
কে ক্র্যাফ্‌ট
পাঞ্জাবি
নতুন ডিজাইন ও স্টাইলের বেশ কিছু পাঞ্জাবির আয়োজন করেছে এই ঈদে। থাকছে হাতের কাজ, এমব্রয়ডারি, প্রিন্ট ও এপ্লিকসহ নানান মাধ্যম। বেগুনি, হলুদ, পিংক, সবুজ, মেরুন, নীল, বটল্ গ্রিন, ব্রিক রেড, ফিরেজা, সবুজ ও কালোসহ বেশ কয়েকটি শেইডে পাঞ্জাবিগুলো পাওয়া যাবে। হাতের কাজের সুতি পাঞ্জাবির মূল্যসীমা ৭৫০ থেকে ১ হাজার ২শ’ টাকা।

এন্ডি হাতের কাজের পাঞ্জাবি ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ৮শ’ টাকা। সিল্ক পাঞ্জাবি ১ হাজার ৭শ’  থেকে ২ হাজার ২শ’ টাকা। জয়সিল্ক ও ডুপিয়ান এক্সক্লুসিভ পাঞ্জাবি ২ হাজার ২শ’ থেকে ৬ হাজার টাকা। তরুণদের জন্য থাকছে নানান ডিজাইনের সুতি ও এন্ডির শর্ট পাঞ্জাবি। মুল্যসীমা ৭৫০ টাকা ১ হাজার ৩শ’ ৫০ টাকা।


ছেলেদের ফতুয়া ও শার্ট
এমব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজ, কারচুপির ফতুয়াগুলোর মূল্যসীমা ৫৫০ থেকে ১ হাজার ৫শ’ টাকা। মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে সুতি, এন্ডি, ইয়ার্ন ডায়েড এন্ডি এবং সিল্ক। সুতি ও এন্ডি কাপড়ে প্রিন্ট, শার্ট ও ফর্মাল শাট এর কালেকশন থাকছে ৫৯৫ থেকে ১ হাজার ৫০ টাকা।
অঞ্জন’স
মোটিফ, প্যাটার্ন, ডিজাইন বৈচিত্র্য থাকছে। বেছে নেওয়া হয়েছে উৎসবের উজ্জ্বল রং।

বাড়ির ছোট সদস্য থেকে পরিবার প্রধান পর্যন্ত— কেউই বাদ যাবেন না ঈদ পোশাকের বর্ণিলতা থেকে। এবার ফ্যাশন সচেতনদের জন্য থাকছে সালোয়ার কামিজ, লং ফতুয়া, ফ্লোরাল প্যাটার্নের কামিজ, শাড়ি, পাঞ্জাবি, শার্টসহ বিবিধ ফ্যাশন অনুসঙ্গ।
অঞ্জন’স ক্যাটস আই  
অঞ্জন’স
ক্যাটস আই
ক্যাটস আই
ঈদে সিম্পল প্যাটার্ন ভেরিয়েশনে থাকছে ছেলে ও মেয়েদের পোশাক। গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেড়িয়ে আনা হয়েছে স্মার্ট এন্ড ট্রেন্ডি লুক। ডিজাইনেও থাকছে বৈচিত্র্য।

পাশাপাশি মেয়েদের জন্য আছে এলিগেন্ট আউটফিট।
 
রঙ রঙ
রঙ
ঈদের পোশাকের পাশাপাশি এখন বিয়ের মৌসুম। তাই বর-কনের সাজসজ্জার যাবতীয় পোশাক পাওয়া যাবে। বিশেষ করে বর ও কনের মিল করে এক্সক্লুসিভ শাড়ি ও পাঞ্জাবি। এবারের কোরবানির ঈদ আয়োজনে শাড়ির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে টাঙ্গাইলের সুতি ছাড়াও ডুপিয়ান সিল্ক, বলাকা সিল্ক, জয়শ্রী সিল্ক, এন্ডি সুতি, এন্ডি সিল্ক, জামদানী, মসলিন, রেশমী কটন, মার্সেলাইস সুতি ইত্যাদি।

পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, কূর্তা, কূর্তী, র্শাটের কাটিং এবং প্যাটার্নে অনেক নতুনত্বের ধারা বজায় রয়েছে। ছেলেদের শার্ট ও টি-র্শাটে উঠে এসেছে নানান ধরনের ড্রইং। এসেছে অনেক বৈচিত্র্য। টিনএজার মেয়েদের জন্য রয়েছে ফতুয়া, কূর্তী, টি-শার্ট। এবার বাচ্চাদের জন্যেও করা হয়েছে ফতুয়া, র্শাট, টি-র্শাট।

আর সবকিছুর সঙ্গেই যুক্ত আছে রঙ-এর বৈশিষ্ট্য উজ্জল রংয়ের সমাহার। এছাড়া ঈদে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য রঙ-এ রয়েছে গিফট ভাউচার। যে কোনো শোরুম থেকে ৫শ’ থেকে ৫ হাজার টাকা মূল্যের এই ভাউচার ব্যবহার করে কেনা যাবে পছন্দসই সামগ্রী।
 
সুইসুতা সুইসুতা
সুইসুতা
প্রতিবারের মতো এবারও ক্রেতাদের চাহিদা ও রুচি অনুযায়ী হাজির করেছে টি-শার্ট, পোলো টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া, লেডিস টপস্‌, ওড়না, সালোয়ার ইত্যাদি। স্বত্বাধিকারী আর্ক রহমান সুমনের করা ডিজাইনের প্রতিটি পোশাকেই ফুটে উঠে বাঙলি ঐতিহ্য, সংস্কৃতির রূপ ও রং।

আর্কষনীয় এসব পোশাক পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে। দেশীয় কাপড়ে তৈরি পোষাকগুলো পাইকারী ও খুচরা বিক্রয় হচ্ছে সুইসুতার প্রতিটি বিক্রয়কেন্দ্রে।
 
লা রিভ লা-রিভ
লা রিভ
ঈদ হলেও বরাবরের মতো লা-রিভের এবারের কালেকশনে আছে ঋতুভিত্তিক পোশাকের সমাহার। মেয়েদের জন্য সালোয়ার কামিজ, টিউনিক-টপস এবং ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, টি-শার্ট এবং পোলো শার্ট।
সুতি, লিলেন এবং ভয়েল কাপড়ের সালোয়ার কামিজে উজ্জ্বল রংয়ের ব্যবহারের পাশাপাশি করা হয়েছে টাই-ডাই, ব্লক এবং হাতের কাজ।

এছাড়াও কারচুপি এবং মেশিন এম্ব্রয়ডারির কাজও রয়েছে। লম্বা ও বেশি ঘেরে দেওয়া সালোয়ার কামিজে ঘেরের দুদিকে কোনা বের করা স্টাইলই এখন চলছে বেশি। থাকছে ফ্যাশেনেবল চুড়িদার চোশত এবং এবং খাটো প্যান্ট পাজামা। এসবই পাওয়া যাচ্ছে ২ হাজার ৫শ’ থেকে ৫ হাজার টাকায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.