আমাদের কথা খুঁজে নিন

   

আক্ষেপ

বরফ - শীতল © আরফার রাজী [arfar_razi@yahoo.com]

না জানি তোমায়, না জানি আমায় নিদ্রাজড়ানো নয়নে, কে জানি আল্পনা এঁকে দিয়ে যায়। করিডোড়ের এ মাথা, করিডোড়ের ও মাথা, নিঃশব্দ পদচারণা, ভাবি- এ ও তো পায় বুঝি ব্যাথা। নির্ঘুম রাত, পুব আকাশের ঐ ক্ষীণ লালচে আলো, চিনচিনে ব্যাথা, নিভু নিভু ঐ কালচে আলো। আনমনে ভাবি, এমন ও কি রাত হয়? মধুমাখা ঐ সুললিত তুমি, হঠাৎ কোথায় বিলীন হয়? অজানা কথা, অজানা ব্যাথা- মিলেমিশে হয় একাকার, কোথায় তুমি, আর কোথায় আমি - বিবেককে নাড়া দেয় বারবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।