আমাদের কথা খুঁজে নিন

   

আজকের রাতের সব সওয়াব কি দানেই সীমাবদ্ধ?



এখন একই এলাকায় একাধিক মসজিদ থাকার পরেও দেখা যায় অনেকে একটি নির্দিষ্ট মসজিদে নামাজ আদায় করেন। ছোটবেলা থেকে আমরা কয়েকজন একটি নির্দিষ্ট মসজিদে শব-ই-বরাতের নামাজ আদায় করলেও এবার নামাজ পরেছি পাশের একটি মসজিদে। কারণ, শব-ই-বরাতের দিন এশার নামাজের জামাত আগে থেকেই ঘন্টাখানেক পিছিয়ে দেয়া হলেও নামাজ শুরু হতে আরো ১.৫-২ ঘন্টা দেরি হত টাকা তোলার জন্য। তাই এবার অন্য মসজিদে যাওয়া। মসজিদের ঈমাম সাব একটু দেরিতে জামাত শুরু করার কথা বলে ওয়াজ শুরু করলেন।

ওয়াজের সারমর্ম শেষ পর্যন্ত দাঁড়ালো দানের ফযিলত বর্ণনায়। জামাত শুরু না করে যখন টাকা তোলা শেষ হল তখন সময় ১০:৩০। এবং মসজিদের ২৫% মুসল্লিই জামাতে যোগ না দিয়েই বেরিয়ে গেছে এবং বাকিদের মাঝে ফিসফিস কবে কথা শুরু হয়ে গেছে। একজন আমার কানের কাছে এসে বলল, ফরয আদায় করে কি টাকা তোলা যেত না? আমি বললাম, তহলে তো লোকজন কেউ থাকত না। তারপর সে বলল, তাহলে এটা কি ব্ল্যাকমেইলিং নয়? রাত ১১ টায় যখন ৪ রাকাত ফরয ও ২ রাকাত করে সুন্নত ও নফল পড়ে বের হলাম তখন পাশের মসজিদ থেকেও লোকজন বের হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।