আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমা রাধাকে খোলামেলা চিঠি

মাহফুজ চৌধুরী নীল

পৃথিবীর পূর্বদেশ থেকে আবার তোমার দিকে পাঠিয়েছি এক মেঘ চিঠি - রাধা যখন কবিতা হাতে পশ্চিমের দেশে হাটে পাঠ করে সবুজ ভূগোল। ‘স্বভাবে অরণ্য তুমি বৃষ্টি কন্ঠে গেয়ে ওঠো গান’ পর্দাময় মেঘ কেটে যায়, সরে যায় গোল গোল বৃষ্টি তোমার ভিতরে আমি এক দেহময় শরীর সৌষ্ঠব প্রাণ ছাড়া আমাদের তাবৎ গান তোমার-আমার খোলামেলা স্মৃতি নক্ষত্রের আলোয়-আলোয় নাচে পুরনো পাখির লিপিস্টিক 'স্বভাবে সাগর তুমি' দোতরার তারে কথা বলো প্রেম পাগলের অকথ্য র্দুভোগ আর বার্ধক্যজনিত কিছু রোগ- ছন্দছাড়া এইসব কান্না গান পশ্চিমা রাধাকে খোলামেলা চিঠি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।