আমাদের কথা খুঁজে নিন

   

ঝামেলাহীন প্রিমিয়াম ডাউনলোড

আহমেদ সাদমানের ব্লগ। বাঙালিদের মধ্যে লেটেস্ট ভারসন।

র‌্যাপিড-ষাড়, হটফাইল, ফাইলসার্ভ, ফাইলফ্যাক্টরি, ডিপোসিট ফাইল ইত্যাদি ফালতু ফাইল টাকা-আলা ফাইল হোস্টিং সম্পর্কে আমাদের সকলেরই কমবেশি জানা। এগুলো থেকে ডাউনলোডের একটা লিমিট থাকে, ডাউলোড ম্যানেজার সাপোর্ট করে না আরো অনেক ঝামেলা। এগুলোকে অবশ্য হাবা বানানোর অনেক ট্রিক অনেকের জানা আছে।

প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর। এ সম্পর্কে আপনার জানা থাকতেও পারেন। এগুলোতে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিলে তারা প্রিমিয়াম লিঙ্ক তৈরি করে দেয়। অনেকটা টোরেন্টের মত। এগুলোর মধ্যে অনেক গুলো আবার কাজ করে না।

তবে আমার র‌্যাপিডইসি টি ১০০% কাজ করে। কোন ঝামেলা ছাড়া ডাউনলোড করা যায় এবং ডাউনলোড ম্যানেজার সাপোর্ট করে বলে এদেরকে প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর বলা হয়। আপনাকে এ সহজ কাজটি করার জন্য যেতে হবে http://www.rapideasy.net এ। এখান থেকে একটি ফ্রি একাউন্ট খুলতে হবে। এবার লগ ইন করে আপনি যে মার্কা মারা হোস্টিং এর ফাইল ডাউনলোড করতে চান, তার লিঙ্কটি কপি করে 'জেনারেট' ক্লিক করুন।

কিছুক্ষনের মধ্যে নিচে আপনার ফাইল চলে আসবে, ক্লিক করে ঝামেলাহীন ডাউনলোড করুন। তবে এগুলোতেও কিছু রেস্ট্রিকশন আছে। 'ইউওর স্ট্যাটস' নামক ট্যাবে গেলেই জানতে পাবেন। এগুলো কয়েক ঘন্টা পরপর রিসেট হবে। আর ও কয়েকটি বেস্ট প্রিমিয়াম জেনারেটরঃ http://www.rapid8.com http://www.leechlord.com http://www.leechking.com http://www.hlusoe.info/index.php Download Files, Feel Comfortable


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।