আমাদের কথা খুঁজে নিন

   

খরগোশ বিষয়ক নীতিবাক্য



একদিন এক খরগোশ তার গুহার বাইরে বসে টাইপরাইটারে টাইপ করছিল। এই সময় একটি শেয়াল সেখান দিয়ে যাচ্ছিল। শেয়ালটি খরগোশের কাজ দেখে অবাক হয়ে গেল। শেয়ালঃ তুমি কি করছো? খরগোশঃ আমি একটি থিসিস তৈরি করছি। শেয়ালঃ কোন বিষয়ে? খরগোশঃ আমি লিখছি কি করে খরগোশ শেয়ালদের ধরে খায়! শেয়ালঃ এটা আজগুবি কথা! খরগোশরা শেয়াল খায় না! উলটা শেয়াল খরগোশ ধরে খায়! খরগোশঃ আমার সাথে আসো, আমি তোমাকে দেখাবো! এরপর তারা দুজনের গুহোর ভেতর চলে যায় এবং কিছুক্ষন পর খরগোশটি শেয়ালের হাড্ডি চুষতে চুষতে বের হয়ে এল।

তারপর আবার সে নিজের টাইপিং এর কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষন পর একটা নেকড়ে সেখান দিয়ে যাওয়ার সময় খরগোশটিকে কাজ করতে দেখে অবাক হয়ে গেল। নেকড়েঃ হে, তুমি কি করছো? খরগোশঃ আমি লিখছি কেমনে খরগোশ নেকড়েদের ধরে খায়! নেকড়েঃ তুএটা আজগুবি কথা! খরগোশরা নেকড়ে খায় না! উলটা নেকড়ে খরগোশ ধরে খায়! খরগোশঃ কোনো সমস্যা নেই। তুমি দেখতে চাও কেমনে খায়? এরপর তারা দুজনের গুহোর ভেতর চলে যায় এবং কিছুক্ষন পর খরগোশটি নেকড়ের হাড্ডি চুষতে চুষতে বের হয়ে এল। তারপর আবার সে নিজের টাইপিং এর কাজে ব্যস্ত হয়ে পড়ল।

গুহার ভেতরের দৃশ্যঃ গুহার ভেতরে ঢুকার পর খরগোশ তার শিকার-কে সিংহের সাথে পরিচয় করিয়ে দেয়। নীতিবাক্য ১: আপনার থিসিস এর টপিক উপর থিসিস কেমন হবে নির্ভর করে না। থিসিস কেমন হবে তা নির্ভর করে আপনি কার তত্ত্বাবধানে কাজ করছে। নীতিবাক্য ২: আপনার কাজকর্ম যত বাজেই হোক না কেন, আপনার বস যদি তা পছন্দ করে তাহলে কেউ আপনার উন্নতি ঠেকাতে পারবে না। সংগৃহীত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।