আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকের মালিক কে?

আমি কিছু জানি না......

'মার্ক জুকারবার্গ কি ফেইসবুকের মালিক?' এ প্রশ্ন এখন জনমনে। সাত বছর আগে করা একটি চুক্তিপত্র এমন প্রশ্নের সুযোগ করে দিয়েছে। চুক্তির সূত্র ধরে ফেইসবুকের ৮৪ শতাংশ মালিকানা দাবি করে মামলা করেন নিউইয়র্কের পল সেগলিয়া। সেগলিয়ার আইনজীবী টেরেন্স কনোরস জানান, সাত বছর আগে একটি রাস্তার মানচিত্র তৈরির জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন সেগরিয়া। বিশ্ববিদ্যালয়পড়ুয়া জুকারবার্গ বিজ্ঞাপন দেখে কাজটি করার জন্য সেগরিয়ার সঙ্গে দেখা করেন।

তখন ফেইসবুকের ধারণাটি সেগলিয়াকে বলেন জুকারবার্গ। এ কাজে সেগলিয়াকে অর্থলগি্ন করারও প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে সাড়া দিয়ে এক হাজার ডলার বিনিয়োগ করেন সেগরিয়া। তখনই তাঁরা একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তিপত্রে উল্লেখ ছিল, ফেইসবুক ব্যবসা সফল হলে ৫০ শতাংশ মুনাফা পাবেন পল সেগলিয়া।

২০০৪ সালের ১ জানুয়ারি থেকে মুনাফার অংশ যুক্ত হয়ে এখন তা ৮৪ শতাংশে পেঁৗছেছে। ফেইসবুকের আইনজীবী লিসা সিম্পসন এ প্রসঙ্গে বলেছেন, চুক্তিপত্রে উলি্লখিত শর্তাবলি অস্পষ্ট ও ঘোলাটে। এগুলো কোনো ধরনের অর্থ তৈরি করে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।