আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকের ফটো ভেরিফাই করে আপনার ID ঠিক করে নিন!


 
 
 
 
ফটো ভেরিফাই দুই প্রকার! এক প্রকারে ৬ টি করে ফ্রেন্ডসের নাম থাকে! অন্য প্রকারে কোন নাম থাকে না! দ্বিতীয় প্রকারে শুধু যার একাইন্ট সেই পারবে উদ্ধার করতে! আমি এখানে বলব কি করে প্রথম প্রকার অর্থাৎ ৬টি অপশন থাকা একাউন্টে ফটো ভেরিফাই করা যায়!
১. খাতা ও কলম নিতে হবে! ২. লগইন করে ক্যাপসা ভেরিফাই করতে হবে! ৩. START এ ক্লিক করেন তিনটা করে ফটোর সাথে ৬টি ফ্রেন্ডসের নাম সহ ২ বার skip সহ মোট ৭ বার আসবে। ৪. তিনটা ছবির নাম গুলা খাতাই লিখুন! যেমন ধরেন আমার প্রোফাইল পিকচারের নাম দিলেন রক্তাক্ত হাত সাথে কাঁটাতার! ৫. তারপর ৬ জন ফ্রেন্ডের নাম গুলা লিখে রাখুন! ৬. এভাবে প্রতি ৩০ মিনিট পরপর ট্রাই করুন! ৭. অনেক সময় দেখবেন ছবি গুলা বার বার আসবে কিন্তু নাম গুলা পরিবর্তিত, তখন আগে লিখা নামগুলার মধ্যে যেগুলো পাবেন না সেগুলো কেঁটে দিবেন! ৪-৫ বার ট্রাই করার পর আপনার কাঙ্খিত সঠিক নামটি খুঁজে পাবেন! ৮. আর সঠিক নাম খুঁজে পেলেই, আপনি আপনার আই ডিটি ফটো ভেরিফাই করে খুলে ফেলতে পারবেন!
ধন্যবাদ সবাইকে
ফেইসবুকে আমি https://www.facebook.com/Ami.Rudela.Dupor

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।