আমাদের কথা খুঁজে নিন

   

পুনশ্চ

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

দেয়ালে সাঁটা মোনালিসার ছবি যেন স্ফটিকের মতো মাস্তুল। স্ফুলিংগ হয়ে জ্বলা ওঠা ক্রেপ কাপড়, যেন পুড়ছে তোমার প্রবঞ্ছনা ; মঙ্গলের গোলাপী আকাশ যেমন আমার অচেনা। নুহের প্লাবনে কিংবা পোড়া ট্রয়ে তুমি আমি ফসিল হয়ে বেঁচে কি ছিলাম স্বর্গলোকে? কেন যে বারবার প্রিয় হয়ে ওঠে হলদেটে বাদামী রঙ, অ্যাবাকাসে ভুল মাপঝাপ, দুঃসাধ্য হিমাদ্রী, সুইং মেশিনে বানাও তুমি আলোর ঢাকনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।