আমাদের কথা খুঁজে নিন

   

একটি কবিতা , পুনশ্চ ঃ কিছু কথা

চার রাস্তার মোড়ে বাস যায় ছেড়ে, দিক শূণ্য চোখ মন-মরার শোক, ভাব সাগরের পাড় জীবন ছাড়খার | দেবর্ষি ঘাড় ফিরিয়ে চায়, আমার রাতের এক আকাশ অপেক্ষায় | কিন্তূ .... আমি আজ নেই পুরানো পথের বাঁকে, ভাঁজে বন্দী চিঠির খয়েরী রং-এর ফাঁকে | মিছ্‌রির দানা তিক্ততা বেচে, ব্রীজের নীচে বৃষ্টি খানিক ভালোবাসা খোঁজে | ঘরের মোহ সর্বস্ব দাহ, সীমাহীন কল্পনা স্বপ্নেরা আর তো ফিরে আসেনা | ________________ কিছুদিন ধরেই রেজিস্ট্রেশন করতে গিয়ে একটূ সমস্যার মাঝে পড়েছি । আজ এতদিনে ব্লগের একটীভ করার মেইল পেলাম । আমি আরেকটু ভালো ও দ্রুত মেইল আশা করেহিলাম । তবুও ব্লগের কর্তা ও ব্লগারদের ধন্যবাদ লেখালেখির এই সুযোগটুকু করে দেয়ার জন্য । সবাই ভালো থাকবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.