আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশায় জলমগ্ন মানুষ

আমি তোমায় বুঝেছি সমগ্র বুঝহীনতার ভেতর দিয়ে।

জলমগ্ন কুয়াশার দল হাত বাড়িয়েছে মেঘ ধরবে বলে মনের কথা আকাশকে বলতে চায় শূণ্যতায় অন্যমনস্ক মেঘ সমুদ্রের জলে নিজের ছবি আঁকে। কুয়াশার বনে পাখিরা জেগে নেই আমি চুপটি করে হাত ছুয়ে আছি দিগন্তে মিশে যেমন আকাশ আর মাটি, জলের ছায়া নিজের সাথে কথা বলে জল আর জীবন এক হয়ে ওঠে পৃথিবীর পথে। কুয়াশার বন মানুষের আপন ঠিকানা অস্পষ্ট তার মানুষ মানুষ খেলা। জলমগ্ন মানুষ আধেক বুঝে আধেক বুঝে না হাত বাড়িয়ে রাখে নিজের ছায়া দেখবে বলে। প্রকৃত মানুষ নিজের ছায়ার রুপ জানে যেমন আকাশ জানে নিজেকে, জেনে সমুদ্রকে মানুষের কোনো সমুদ্র নাই কুয়াশাকে মানুষ বন্ধু ভাবে। কুয়াশার কোন রুপ নাই কুয়াশায় কোন ছায়া পড়ে না কুয়াশা কাউকে স্পর্শ করে না তবুও মানুষ কুয়াশাকে আয়না ভাবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।