আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশায় ঝাপসা দেখে।

প্রদীপ হালদার,জাতিস্মর। কুয়াশায় ঝাপসা দেখে চিনতে পারি নি তোমাকে। তুমি হয়তো ভুল বুঝে চলে গেলে আমাকে কিছু না বলে। চোখ যদি ঝাপসা হয়ে আসে আর এই চোখ যদি তোমাকে দেখে চিনতে না পারে তুমি কি চলে যাবে আমাকে কিছু না বলে। আমাকে দেখে হয়তো তুমি ডেকেছিলে।

কিন্তু তুমি কি জানতে আগের মতোন করে কথা আর ঢোকে না কানে। বয়সের কাছে কানও হার মেনেছে। তোমাকে বুঝতে হবে রাগ করে চলে গেলে তোমারই দুঃখ হবে। আমি বুঝতে না পারলে বোঝাতে হবে। আমাকে বোঝাতে পারলে তুমি খুশি হবে।

তখনই চলে আসবে তোমারই মধ্যে দুঃখ ব্যথা ভুলিয়ে সব আনন্দ নিয়ে তোমারই জীবনে। তাই তো তোমাকে আমি বলি অবশেষে। প্রশ্ন করে উত্তর না পেয়ে। দুঃখ না নিয়ে হাসি মুখে এসে। আবার প্রশ্ন করে বুঝে নিতে হবে কেন উত্তর আসে নি তার কাছ থেকে।

আর তখনই ঝাপসা দুটি চোখে আনন্দের বারি ধারা নেমে আসবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।