আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী কলেজের ছাত্র শাহীনের বিচারবহির্ভূত হত্যার পুনঃতদন্ত দাবি



পুলিশ হেফাজতে রাজশাহী কলেজের মেধাবী ছাত্র হাফিজুর রহমান শাহীনের বিচারবহির্ভূত হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে খ্রিস্টিয়ান ডেভলপমেন্ট অল্টারনেটিভ (সিডিএ)। জাতীয় মানবাধিকার কমিশনে পেশ করা এক আবেদনে বলা হয়েছে যে, সিডিএ গত ২০ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে সরেজমিনে তদন্তের মাধ্যমে রাজশাহী কলেজের মেধাবী ছাত্র হাফিজুর রহমান শাহীনকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ কর্তৃক নির্মমভাবে হত্যার প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। এ হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পুলিশকে দেয়ায় সুষ্ঠু তদন্ত হয়নি। পুলিশের তদন্তে বলা হয়েছে যে, ‘তদন্তকালে সাক্ষীদের জিজ্ঞাসাবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অভিযান পরিচালনাকারী পুলিশ দল কর্তৃক রাজশাহী কলেজের মেধাবী ছাত্র হাফিজুর রহমান শাহীনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করার ব্যাপারে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। ’ পুলিশের এ তদন্ত প্রতিবেদন মিথ্যা, ভিত্তিহীন, অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত সত্য হচ্ছে এই, গত ১০ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে শিবগঞ্জ থানার এসআই ইয়ামিন আলীর নেতৃত্বে এসআই ওয়াহিদুজ্জামান, এএসআই রাফায়েল, এএসআই জাহাঙ্গীর, এএসআই রেজাউল করিম, এএসআই আমিনুল ইসলাম, কনস্টেবল নূরুন্নবী, কনস্টেবল মোয়াজ্জেম হোসেন, কনস্টেবল মাজহারুল ইসলাম, কনস্টেবল আমজাদ হোসেন, কনস্টেবল ও ড্রাইভার কাওছার জাহান মফিজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় এবং ওই বাড়িতে অবস্থানরত রাজশাহী কলেজের ছাত্র হাফিজুর রহমান শাহীনকে গুলি করে হত্যা করে। পুলিশ মফিজুল ইসলাম ও তার ছেলে মাহফুজুল আলমকেও আটক করে নিয়ে যায়। পরদিন এসআই ইয়ামিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রভাবমুক্ত তদন্ত কমিটির মাধ্যমে এ ঘটনার তদন্ত করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে অনুরোধ করেছে সিডিএ।

রাজশাহী কলেজের ছাত্র শাহীনের বিচারবহির্ভূত হত্যার পুনঃতদন্ত দাবি


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।