আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস ব্যাপারটা নিয়ে আমার সংশয় কাটেনা।

শেষ বারের মতো সতর্ক করছি...

বিশ্বাস ব্যাপারটা নিয়ে আমার সংশয় কাটেনা। যদি কখনো বলি আমি তোমাকে বিশ্বাস করি তার মানে কি দাঁড়ালো আমি ঈশ্বরের মতোই তোমকে বিশ্বাস করি। যদি বলি বিশ্বাস বলে কিছু নেই তবে তোমাকে কি বিশ্বাস করিনা? যে খানে যুক্তিহীনতা সেখানেই বিশ্বাসের জন্ম। সংশয় থেকে রেহাই পেতে আমি ব্যবহার করি আস্থা। তার উপর আমার গভীর আস্থা আছে।

সে আমার আস্থার একমাত্র কেন্দ্র স্থল। ঈশ্বরে বিশ্বাস থেকে সরে আসার সংঙ্গে সংঙ্গে অনেক ধরনের বিশ্বাস থেকেউ সরে এসেছি। ভুত বলে কিছু নাই জাদু বলে কোন মন্ত্র এর বাস্তব অস্তিত্ব নাই। যেমন নাই আলৌকিক কোন বিষয়। কিন্তু আমার বড়ির পশের এক মহিলাযে জিনে ধরেছে তাকে কি বলবো? সে তো জিনে ধরা আবস্তায় এমন সব আজগুবি কাজ করছে যা সে সুস্থ থাকা আবস্থায় করতো না।

হাতে মাদুলি দিয়ে মানুষ যে উপকার পাচ্ছে, তার তবে কি সমাধান? সবই ধাপ্পাবাজী? ধরে নিলাম সবই ধাপ্পাবাজী। কিন্তু কিভাবে তা ধাপ্পাবাজী? এখন যদি আমি তা বুঝতেই না পারি কিন্তু বিশ্বাস করি যে এসব বুজরুকির কোন মুল্য নেই। তা কি তবে বিশ্বাসে রুপায়িত হচ্ছে না। জাদুকর পিসি সরকার একটা মানুষ বোঝাই ট্রেন ভেনিস করে দিচ্ছে সবার চোখের পলকে। কি ভাবে? হাতের রেখা দেখে সঠিক ভবিতষতবানী করছে জ্যেতিষরা।

পল নামের অক্টোপাস তো এবার বিশ্বাকাপে আর এক অলৌকিক বিশ্বয়ের জন্ম দিল। আমার পাশের বাড়িরে চুরি হল। ডেকে আনা হল কবিরাজ মাশাইকে। তিনি আসলেন। দিলেন বাটি পড়া।

স্রষ্টার অলৌকিক রহস্য সে বাটি মানুষর হাত নিয়ে ছুটে যায়। এই বাটিতে হত রাখেন তার নাম কদম। আমার চেনা জানা আমার পাশের বাড়ির। আমি জানি সে কোন চালাক চতুর না, মিথ্যা কথাও তুলনা মুলক কম বলেন। সে হল তুলারাশির জাতক।

তাকে দেয়া হল বাটিতে হাত রাখতে। সে বাটিতে হাত রাখতেই বাটি সামনের দিকে এগুতে লাগল। প্রথমে খুব ধীরে ধীরে তার পর একটু একটু করে গতি বাড়ছে। এক সময় আমরা তার সাথে রিতিমতো দৌড়াচ্ছি। কি ভাবে হল? সে কি তবে সবার সাথে বাটপাড়ি করে কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে এসব করছে? এর সঠিক উত্তর টি হচ্ছে না।

তবে কি বাধ্য হচ্ছি ঈশ্বরের আস্তিত্ব স্বীকার করে নিতে? -অসম্পুর্ন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.