আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।
মৃগনাভির অবাক সৌরভ নিয়ে মঙ্গা তুমি এসো না দৃষ্টির অগোচরে শৃঙ্গার পুড়িয়ে স্বয়ম্বরা হয়ে উঠছি তেড়ে আসতে চাইলে, চলে এসো প্রাণের ওপর বৈরী বাতাস; থোরাই পরোয়া করি! ফুঁ দিয়েই নেভাবো ক্ষুধার আগুনে জ্বালানো রাবণের চিতা তবু কোনো আপোষ নয় নীতি-আদর্শ-প্রীতির তরে! কখনোই ভুলে যেও না— সাগর ফিরে যেতে চাইতে পারে কল্লোল কলরবে উৎসের মোহনায় প্রত্যুষ পৃথিবীর গভীর স্বপ্নে প্রতিফলিত হতে পারে ভবিষ্যতের মুখ একটা বীরগাঁথা হতেই পারে স্বাবলম্বী জাতির লক্ষ্য। সোনালী সময়! তোমাকে আসতেই হবে বাংলার ঘরে ঘরে আমি এক না-মানুষ, দেখে যেতে চাই না চোখের সামনে দিয়ে উড়ে যাওয়া পৃথিবীর প্রান্ত! হিংসুক একাকী ঈশ্বরের মতোই একা আমি— বাঙালি প্রয়োজনে জাগিয়ে দিবো ষোল কোটি রাইফেল, গোলা-গুলি —যে শব্দে বলতাম ভালোবাসি! ২৬.০৮.২০১৩। ১০.৫৯। ঢাকা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.