আমাদের কথা খুঁজে নিন

   

বলবো কি বলবো না?



কিছু কথা মনের ভিতরে লুকিয়ে রাখতে রাখতে অস্থির হয়ে যাই। কাউকে বলতে খুব ইচ্ছে করে। কিন্তু ব্যস্ত পৃথিবীতে কার এতো সময় আছে অযথা আরেকজনের কথা বসে বসে মনোযোগ দিয়ে শুনেব? আবার হয়তো বা ভদ্রতা রক্ষা করার জন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও শুনলো, কিন্তু সে যে কোনো সময় আমার এ গোপন ব্যথায় আবার ব্যথা দেবে না এরও বা ভরসা কিসে। তবে কি কাউকে বলা যাবে না? যাবে। কারণ আমরা বিশ্বাস করি- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর।

আজ সেই কাজটিই করতে ইচ্ছে করছে যা করা আমার উচিত নয়। হয়তো বা আজ একটু অবসর আছি তাই। আমি তার কাছ থেকে দূরে যেতে চাই। তার মায়াতে নিজেকে আর জড়াতে চাই না। আবার মাঝে মাঝে তাকেই ভালোবাসতে খুব ইচ্ছে করে।

এটা কি শুধু আমার স্বাভাব, নাকি মানুষের সহজাত স্বাভাব? কি জানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।