আমাদের কথা খুঁজে নিন

   

মহিলা- শিশু-প্রতিবন্ধী



মহিলা,শিশু, প্রতিবন্ধী কথাটির হয়ত আমরা অনেক যায়গায় পড়ে থাকি। বিশেষ করে সিটি বাসে তো কমন। একবার ভেবে দেখুন এতে মেয়েদের অবস্থান কিভাবে চিন্তা করা হয়েছে। একজন মহিলার সাথে তুলনা করা হয়েছে শিশু ও প্রতিবন্ধীর সঙ্গে। সিটি বাসে আমরা প্রায়ই যাতায়াত করে থাকি।

হয়ত দেখেছেন বাসে লেখা থাকে মহিলা শিশু ও প্রতিবন্ধী নিছে লেখা ৯ টি সিট। আর বাকি যা থাকে সব পুরুষদের দখলে। এটা কি করুণা করা হয়েছে তাদের জন্য? তাই কি হওয়া উচিৎ? একটি শিশু যেমন দুর্বল,প্রতিবন্ধী যেমন কোন না কোন কাজে অক্ষম, একজন মহিলাকে তো দুর্বল বা অক্ষম বলা যায় না। আমরা মুখে বলে থাকি ছেলে মেয়ে সমান অধিকার। বাস্তবে কতটুকু ছাড় দেই তাদের জন্য, আর মেয়েরাই বা নিজেদেরকে কি ভাবে? পুরুষ, মহিলা, প্রতিবন্ধী সবাই মানুষ।

সবাইকে সমান ভাবা উচিৎ । সবাইকে সবার মতো সম্মান করা উচিৎ, করুণা নয়। প্রাণীজগতে আমাদের একটাই পরিচয় ,আমরা মানুষ । সবখানে কি ভাবতে পারিনা - " আমরা মানব জাতী সবাই সমান, সবার অধিকারও সমান" । আমরা মানব, কারণ মানবতা ধর্ম শুধু আমাদেরই আছে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।