আমাদের কথা খুঁজে নিন

   

৯২৩ কোটি টাকা সাদাঃ আসুন টাকা আগে কালো বানাই, পরে সাদা করি.. (পুনঃপোস্ট)



"আজ সাধারন ব্লগার হইয়া পোস্টটি আবার দিলাম"" গত অর্থবছরে অপ্রদর্শিত আয় ঘোষণা করেছেন ১ হাজার ৯২৩ জন। মোট বিনিয়োগের পরিমাণ ৯২২ কোটি ৯৮ লাখ ৯৭২ টাকা। এ অর্থ থেকে পরিশোধিত করের পরিমান ১২১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৭৯৫ টাকা। " সুত্র: বিডিনিউজ২৪ মোট সাদা হয়েছে- ৯২৩ কোটি। সাদা করেছেন- ১৯২৩ জন।

জনপ্রতি সাদা টাকা- ৪৮ লাখ। সরকারের আয়- ১২১ কোটি। তারা যদি সাধারন রেটে কর দিত, তাহলে সরকারের কত আয় হতো ? আসুন হিসাব করিঃ জন প্রতিঃ স্তর....... টাকা.............রেট..........কর ১ম স্তর....165,00......০%..........০....টাকা ২য় স্তর ..275,000.....10% ......27,500 '' ৩য় স্তর...325,000.....15%...... 48,750 '' ৪র্থ স্তর...375,000......20% .....75,000 '' বাকীটা.. 36,60,00০...25%....9,15,000 '' জন প্রতি মোট করঃ ১০,৬৬,২৫০ টাকা। কিন্তু বর্তমানে দিল ১০% হারে ৪,৮০,০০০ টাকা। বাচলঃ (১০,৬৬,২৫০-৪,৮০,০০০)=৫,৮৬,২৫০টাকা ! দারূন !!! ১৯২৩ জনে মোট কর দিত ২০৫,০৩,৯৮,৭৫০ টাকা, বা ২০৫ কোটি, কিন্তু সরকার পেল ১২১ কোটি।

........................... যারা নিয়মিত কর দেয় তারা কি গাধা !!!!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।