আমাদের কথা খুঁজে নিন

   

দুর্বোধ্য আর উচ্চতর এক শিল্প : বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা

বাঙলা কবিতা

[জার্মানী যখন আর্জেন্টিনাকে ৪ - ০ গোলে হারালো; বাংলাদেশের কয়েকটি পত্রিকা শিরোনাম করলো : "অবশেষে আর্জেন্টিনাকে হারাতে পারলো জার্মানী" ... সেই জার্মানীকে যখন ১ - ০ গোলে হারালো স্পেন, তখন তারাই আবার শিরোনাম করলো : "জার্মানীকে মাটিতে নামালো স্পেন"... এই সাংবাদিকতার ব্যাখ্যা কী ? জার্মানীকে তো তারা আকাশে তোলেনি, মাটিতে নামালো কোত্থেকে ?] বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, ৬ষ্ঠ শ্রেণীতে পড়া আমার ছেলেটি। জবাবে, কী বলবো ? বললাম : বাবা, আমি তো চিত্রকলা, চলচ্চিত্র এমনকী, কবিতাও কমবেশি বুঝি ! শুধু বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতাটাই বুঝি না; ওটা বোধ হয় আরও উচ্চতর শিল্প !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।