আমাদের কথা খুঁজে নিন

   

একটি দুর্বোধ্য কবিতার খসড়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

একটি দুর্বোধ্য কবিতার খসড়া শাফিক আফতাব........................... পলোর নিচে আটকা পড়েছে মাছ__ভিতরে হাত দিলে মাছদ্বয় ফুসেঁ ফুলে উঠে__মাছের মসৃণ শরীর থেকে বেরিয়ে আসছে ওম জলহীন পলোর নিচে অত্যধিক উষ্ণ গরম। মাছের ভিতরে বৈদ্যুতিক তার জোনাকির মতোন আলো জ্বালায় পুরুষের ক্ষুধিত চেতনায় ঘুম ভাঙে মাছের ভাবনার দ্যোতনায়।

আহা ! এ এক চেতনার মাছ রক্তের চেতনার সাথে বুদ্বুদ করে কত আশা ভালোবাসা খাঁচার ভিতরে। গোলাকার কিংবা ডিম্বাটে মাছ মাছের সুঘ্রাণে স্বর্গের ফুলেরা ফুটে পাঁপড়ি মেলে বিস্তৃর্ণ বিকাশে মাছের উচ্ছল নৃত্যে মিটমিট করে অজস্র তারা অবারিত আকাশে। পলোর নিচে তুলতুলে নরম মাছ ফোটায় কামনার অঙ্কুর পলো খুলে গেলে মাছের সুবাসে দিঘির জল করে মেঘ কুরকুর। ০৯.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.