আমাদের কথা খুঁজে নিন

   

ময়লার স্তূপে বস্তাবন্দি লাশের টুকরো

পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বস্তায় পা, মাথাসহ মানব দেহের বিভিন্ন খণ্ডিত অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে।
“মাথা দেখে বোঝা যাচ্ছে, সেগুলো অন্তত দুই ব্যক্তির দেহ থেকে এসেছে।”
তবে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম জাবেদ ইকবাল জানান, বস্তার ভেতরে তিনটি মাথা, সাতটি পাসহ শুকিয়ে যাওয়া বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গহ ছিল।  
ঘটনাস্থলে উপস্থিত যাত্রাবাড়ী থানার এস আই মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোররাতে মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে ওই বস্তা পেয়ে পরিচ্ছন্নতাকর্মীদের জানায় টোকাইরা।
পরে জাবেদ ইকবালের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বস্তা দেখে পুলিশে খবর দেয়।  
যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “প্লাস্টিকের বস্তায় অঙ্গপ্রত্যঙ্গগুলো অনেকটাই শুকিয়ে গেছে। দেখে মনে হয় মাসখানেক আগে তাদের হত্যা করা হয়েছে। পরে গতকাল কোনো এক সময় ময়লার স্তূপে বস্তা ফেলে গেছে।” 
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।