আমাদের কথা খুঁজে নিন

   

একজন বিশ্বজিত ও ময়লার গাড়ি

নিজেকে জানার প্রচেস্টায় অহর্নিশ ভাবিত “খবরঃ মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ী ভাঙ্গচুর করার জন্য। “ কি ভয়ংকর সংবাদ! কি স্পর্ধা এই ফকরুলের!! ময়লার গাড়ির সাথে সাথে ময়লাও একটি রাষ্ট্রীয় সম্পদ। আপাতদৃষ্টিতে ময়লা জনগনের কাছে অপ্রয়োজনীয় বলিয়া মনে হইলেও ইহা রাজনৈতিক দলগুলোর কাছে অতীব মূল্যবান। বস্তুত রাজনৈতিক দলগুলোর প্রধান সম্পদ এই ময়লা। বিভিন্ন সময়ে তাহারা অন্যের দিকে ময়লা ছুড়িয়া নিজেদের রক্ষা করিয়া থাকে।

যাহাকে শিক্ষিত মহল আক্ষায়িত করিয়াছে ‘কাদা ছোড়াছুড়ি বলিয়া’। সরকার ইহার বলেই অনেক ঘটনা পাস করিয়া যাইতে পারিতেছে। আর ফকরুল কিনা সেই গাড়িতে হামলা করিয়াছে! কত্ত বড় সাহস! তাও আবার রাষ্টীয় ময়লার গাড়িতে। না না… ইহা ভারি অন্যায়! ভারি অন্যায়!! রাস্তায় কি আর কোন বিশ্বজিত অবস্থান করিতেছিল না! বিশ্বজিতের জীবনের মূল্য কি ময়লার গাড়ির চাইতে বেশি??? পারিলে সরকারী দলের মত তাহারাও কোন এক বিশ্বজিতকে ধরিয়া মারিয়া ফেলিত। তাই বলিয়া ময়লার গাড়ি! ধীক্কার জানাই এই ফকরুল কে! আমরা এই ময়লার গাড়িকে অপদস্থ করায় ফকরুলের ফাঁসি চাই।

আসুন আওয়াজ তুলিঃ “ময়লার গাড়ির ভয় না ফকরুলের ফাঁসি চাই…” বিঃদ্রঃ পাঠক আবার ভাবিয়া বসিবেন না যেন, বিশ্বজিতের জীবনের সাথে ময়লার গাড়ির তুলনা করিয়া ‘ময়লার গাড়িকে’ অপমান করিয়াছি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.