আমাদের কথা খুঁজে নিন

   

আহারে!!! আমি থাকতে এমন একখান মাইয়া কার হাতে পরলো? আমারে এমুন ছেকা দিলো

To put the world right in order, we must first put the nation in order; to put the nation in order, we must first put the family in order; to put the family in order, we must first cultivate our personal life; we must first set our hearts right -Confucius
বিয়ের সাজে নবদম্পতি তিশা-ফারুকী। বিয়ের অনুষ্ঠান হয় রাজধানীর ওয়েস্টটিন হোটেলে। ছবি: কবির হোসেন বিয়ের আসরে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় তাঁদের বিয়ের অনুষ্ঠানের। এর আগে দুপুর ১২টায় বনানীতে তিশার বাবার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘খাওয়া-দাওয়ার সঙ্গে থাকছে হজমের সু-ব্যবস্থা’। হ্যাঁ, একই অনুষ্ঠানের জন্য তৈরি করা হয় দুটি মঞ্চ। একটি মঞ্চে বসেছিলেন বর-কনে। আর অন্য মঞ্চে ছিল আনন্দের আয়োজন।

নতুন বর-কনেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অতিথিদের অন্যতম আগ্রহ ছিল এই মঞ্চের দিকে। আরজে অপুর উপস্থাপনায় অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্য থেকে বিশিষ্ট কয়েকজনকে এই মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। ‘বিয়ের সুফল ও কুফল’ বিষয়ের ওপর কথা বলেন তাঁরা। ছিল গানের আয়োজন। আগেই জানানো হয়, এই মঞ্চে অতিথিদের কথার ফাঁকে ফাঁকে গান করবেন ফাহমিদা নবী, হাবিব, ন্যান্সি ও শিরোনামহীনের তুহিন।

ফারুকী ও তিশার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন কবি, সাহিত্যিক, টিভি-চলচ্চিত্র-বিজ্ঞাপনজগতের তারকা ও নির্মাতারা এবং বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। Click This Link আমার এখন কি হবেগো বিয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তিশা-ফারুকী। আহারে দুইজন খুশী কতো?? দেখছেন্ননি
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।