আমাদের কথা খুঁজে নিন

   

বিড়াল কী বুদ্ধিদীপ্ত সাহসী প্রাণী( !) নাকি মাথামোটা তথা স্হূলবুদ্ধি সম্পন্ন চতুষ্পদ প্রাণী ?



বিড়ালকে আমরা বাঘের মাসি বলেই জানি। বিড়ালকে বাঘের মাসি বলে স্বীকৃতি দেবার পিছনে যথেষ্ঠ কারণ ও যুক্তিও আছে বটে। বিড়ালের আচার আচরণ,শিকার ধরার কৌশল এ সকল বিষয় বিবেচনা করেই বিড়ালকে এই খেতাবটি দেয়া হয়েছে। এ ছাড়াও যারা বিড়াল পুষেন এবং বিড়াল অনুরাগী তারা বিড়ালের সাহসিকতা নিয়ে কোনো দ্বিমত পোষণ করেন না। এরপরও যে কথাটি থেকে যায় সেটি হচ্ছে তার বুদ্ধিমাত্রা। কেবল সাহস থাকলেই তো সব জয় করা যায় না, প্রয়োজন হয় বুদ্ধি। সাহস এবং বুদ্ধির যথার্থ প্রয়োগে জয় সম্ভব হয়। যাইহোক যারা বিড়াল অনুরাগী তাদের ধারনাটি উহ্য রেখে আজ ৮টি প্রামানিক তথ্যসম্বলিত ভিডিও ফুটেজ দেখে প্রমান করবো আসলেই বিড়াল কী সাহসী এবংবুদ্ধিমান প্রাণী( !) নাকি মাথামোটা তথা স্হূলবুদ্ধি সম্পন্ন চতুষ্পদ প্রাণী । ১. বিড়াল বনাম কুমীর ২. বিড়াল বনাম ভাল্লুক ৩. " প্রতিশোধ " বিড়াল বনাম ভাল্লুক ৪.বিড়াল বনাম তার নেমেসিস ৫. বিড়াল বনাম বিষধর সর্প ৬. বিড়াল বনাম শিয়াল ৭. সামুরাই বিড়াল বনাম কুকুর ৮. বিড়াল বনাম বিলাই প্রাসঙ্গিক মতামত সাদরে গৃহীত হইবেক.......।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.