আমাদের কথা খুঁজে নিন

   

আলব্দি গণহত্যার দুই প্রত্যক্ষদর্শীর বিবরণ

www.cameraman-blog.com/

ঢাকার মিরপূরে পল্লবীর কাছে আলব্দি গ্রামে ১৯৭১ সালে ২৪ এপ্রিল তারিখে সংগঠিত হয় এক ভয়াবহ গণহত্যা। সেই হত্যাযজ্ঞে হানাদার পাকিস্তানী বাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে অংশ নেয় এদেশেরই কিছু ঘৃণ্য নরপশু। সেই ঘটনায় আহত হয়েছিলেন মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা। তিনি গতবছর ২৫ শে জানুয়ারী নিজামী, মুজাহিদ, সাঈদী , কামারুজ্জামান এবং কাদের মোল্লাসহ জামাতের শীর্ষ নেতাদের আসামি করে একটি মামলা করেন। সম্প্রতি ডয়েচে ভেলের বাংলা বিভাগের ঢাকাস্থ প্রতিনিধি হারুনর নশিদ স্বপনের কাছে সেই ঘটনার বিবরণ তুলে ধরেন।

তার ভাষ্যমতে পাকিস্তান বাহিনীর সৈন্যরা হেলিকপ্টার নিয়ে গ্রামের একদিকে নেমে আক্রমণ শুরু করে। আরেকদিক থেকে নিজামী, কাদের মোল্লা সহ রাজাকাররা আক্রমন করে। সেদিন প্রায় ৩৫০ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে তারা। আমির সেদিন আহত হলেও প্রাণে বেচে গিয়েছিলেন। আরেক প্রত্যক্ষদর্শী গাইজুদ্দিন জানান হত্যাকান্ডের পর সৈন্য এবং রাজাকাররা কয়েকটি গর্তে লাশ মাটি চাপা দেয়।

তারা গাইজুদ্দিন মোল্লা সহ আরো কয়েকজনকে এই কাজ করতে বাধ্য করে। সিআইডি পুলিশ এখন এই মামলার তদন্ত করছে। অডিও ফাইল ডাউনলোড - মিডিয়া ফায়ার - ২.৭৪ মে.বাইট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.