আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ

অতি সাধারণ একজন, স্বপ্ন দেখি সোনালী দিনের।

দেশের স্বার্বিক অবস্থা কোন দিকে যাচ্ছে, তা বলা বড় মুশকিল। তবে যে ভাবে ভিন্নমতের দলন চলছে, দেশের শিশু গনতন্ত্রের মৃত্যু ঘন্টা বেজে গেছে, এটা সহজে বলা যায়। এখন মানুষের নেই মত প্রকাশের স্বাধীনতা, নেই জান-মাল ও ইজ্ঝত আব্রুর নিরপত্তা। সোনার ছেলেদের কল্যাণে দেশের বেশির ভাগ বিদ্যাপীঠে চলছে চরম অরাজকতা ও বিশৃংখলা।

সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কিছু বলতে গেলেই গোপন বৈঠক, জিহাদি বই, সরকারী ও পুলিশি কাজে বাধা দানের সাজানো মামলা দিয়ে গ্রেফতার করে জেলে পুরা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি জানিনা, আমাদের মুক্তিযোদ্ধারা পাকিস্থানীদের জুলুম থেকে মুক্ত করে স্বদেশীদের হাতে এই সব জুলুমে নির্যাতনের স্বীকার হওয়ার জন্য দেশ স্বাধীন করেছিলেন কিনা। যে প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে এই আলীগ সরকার ক্ষমতায় এসেছিলো, তার যতসামান্যও কি তারা পুরণ করতে পেরেছে? দেশের জন গুরুত্বপূর্ণ সমস্যাগুলো পুরণের ব্যাপারে সরকারে কর্তা ব্যক্তিদের সামান্যতম চেষ্টা থাকলেও জনগণ কিছুটা স্বান্তনা পেত। সরকারের অবস্থা দেখে মনে হয়, এই মূহুর্তে জনগনকে নিয়ে কাজ করার পরিবর্তে দীর্ঘমেয়াদে কিভাবে মসনদে আসীন থাকা যায়, সেই ব্যবস্থা পাকা পোক্ত করাটা অনেক বেশি জরুরী। সরকারের বর্তমান কর্মকান্ড তাদের পতন তরান্বিত করার জন্য যথেষ্ট।

তাই সরকারের উচিত, এই মুহুর্তে জনগুরুত্বপূর্ন বিষয়গুলো নিয়ে আন্তরিক ভাবে কাজ করা; তাহলে আখেরে লাভ বই ক্ষতি হবেনা। কিন্তু ইতিহাসের শিক্ষা এই যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।