আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ভট স্বপ্ন ২

দুষ্টু ছেলেই তো..... আর কিছু না........ পাগলের পাগল

আমার প্রথম উদ্ভট স্বপ্নের গল্প হয়তো অনেকে পড়েছেন। যারা পড়েননি তাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছিঃ Click This Link এই স্বপ্নটা আমার কলেজ লাইফে দেখা। যদিও এতদিন পরে লিখছি তাও এই স্বপ্নটার কথা আমার মনে আছে। এর কারণ স্বপ্নের পাত্র-পাত্রী আমার পরিচিত। পাত্রী আমার কলেজেই আমার সাথে পড়ত।

পাঠক নিশ্চয়ই বুঝে গেছেন যে পাত্রীর সাথে আমার প্রণয় জাতীয় কিছু ছিল। কিন্তু আসলে তা নয়। স্বপ্নের পাত্রীকে আমি কিঞ্চিৎ পছন্দ করতাম বলা চলে। যদিও প্রণয় জাতীয় কিছু ছিলনা। স্বপ্নটা আমার মনের ইচ্ছার কিছু অংশ থেকেই এসেছে সম্ভবত।

ওই সময় ভারতীয় ইণ্ডিয়ান আইডল ব্যাপক জনপ্রিয় একটা রিয়েলিটি শো ছিল। পাঠক হয়তো মনে করছেন আমার ইণ্ডিয়া প্রীতি ব্যাপক। কিন্তু আসলে তা নয়। ইণ্ডিয়াকে আমি বাম চোখ, ডান চোখ, মানে দুচোখের কোন চোখেই দেখতে পারিনা। তবে ইণ্ডিয়ান কিছু কিছু শো আমি দেখতাম আগে এ কথা সত্য।

যাই হোক। ইণ্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্তের একটা অ্যালবাম বের হয় ‘জুনুন’ নামে। তার প্রথম গান ‘জুনুন’ আমার মোটামুটি পছন্দের একটা গান ছিল। এবার স্বপ্নের কথায় আসি। স্বপ্নটা যখন দেখি তখন আমি গানটা শুনছিলাম এমপিথ্রি প্লেয়ারে।

আমার কানে ইয়ারফোনে গান চলছিল। আমার স্বপ্নটা পুরাই একটা মিউজিক ভিডিও ছিল। স্বপ্নের পাত্রী যাকে আমি পছন্দ করতাম তাকে আমি একবার বলেছিলাম যে তাকে সম্ভবত কাল শার্ট এবং সাদা লং স্কার্টে খুব মানাবে। অথবা উল্টোটা। সাদা শার্ট এবং কালো লং স্কার্ট।

আমার স্বপ্নের শুরুটা ছিল এরকম। আমি কোন এক সমুদ্রের বীচে এক জায়গায় দাঁড়িয়ে আছি। গান শুরু হল। তখনই আমি দূর থেকে দেখলাম যে কালো শার্ট আর সাদা লং স্কার্ট পরে সে সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটে আসছে। এরপর বিভিন্ন জায়গায় হাত ধরাধরি করে হেঁটেছি।

কখনো সমুদ্রের পানিতে ভিজেছি। এটা ছিল প্রথম অংশ। গানের এ অংশে একটা লিড ছিল। লিড অংশে কি দেখেছিলাম আমার মনে নেই। গানের পরবর্তী অংশে যাওয়ার সাথে সাথে দেখি আমি একটা মরুভূমিতে।

এবং তখন আমার মনে আছে আমি যখন দূরে তাকাই তখন দেখি যে সে আগের পোশাকের ঠিক বিপরীত অর্থাৎ সাদা শার্ট এবং কালো লং স্কার্ট পরে দূর থেকে হেঁটে আসছে। স্বপ্নের এ অংশে সে আমাকে জড়িয়ে ধরে। স্বপ্নের মধ্যেই। (কেউ অন্যভাবে নিয়েন না ) গান শেষ হওয়ার সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে যায়। তখনই আমি ধরতে পারি যে আসলে আমি স্বপ্ন দেখছিলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।