আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ভট নেশা

খুজি সরলতা,সবুজের ছোয়া এই ধূসর নগরে ।ভালোবাসি আকাশ পানে চেয়ে থাকা ঘাসের হাসি, বৃষ্টির শব্দ আর সাগরের গর্জন। যেদিন প্রকৃতিকে ভালোবাসবে, যেদিন অরন্য আর আকাশের নীলে প্রশান্তি খুজে পাবে, সেদিনই আমায় ভালোবেসো.....

দীর্ঘ লাশের সারি আর রক্তে ভেজা জামা
ধরে রাখা যায় কী হৃদয়ের গভীর থেকে
উঠে আসা কান্নার ফোয়ারা ?
তবে কেন এই নৃশংসতা, এই বর্বরতা ?
মানুষ হয়ে মানুষ হত্যার এই বিভীষিকা ?
গ্রামের পর গ্রাম, শহরের পর শহর
যেদিকে চোঁখ যায় দেখি শুধু মৃত্যুর বহর ।
আকাশে যুদ্ধ বিমানের অবিরত মহড়া
তাইতো পাখিগুলো আজ গ্রাম আর শহর ছাড়া,
তাদের কান্নায় ঝরে পড়ে হতাশা
ঐ দূর দিগন্ত রেখায় ভেসে ওঠে ঘোর অমানিশা ।
সাগরের বুকে ভেসে চলে বিশাল রণতরী
দানবীয় হূংকারে পিছুঁ হঠে মানবতার অসহায় আকুতি ।
তাইতো সাগর এতো উত্তাল, বিক্ষুব্ধ , উন্মাতাল
বিদ্রোহী প্রতিটি ঢেউ বার বার ফুঁসে উঠছে
প্রলয়ংকারী গর্জনে, অশান্ত তর্জনে ।
বর্বর সৈন্যরা তাদের ইস্পাত কঠিন হৃদয়ে
তবু এগিয়ে চলে, তারা যান্ত্রিক,
তারা অভ্যস্ত রক্তের ঘ্রাণে,
তারা উদ্ভট নেশায় উন্মত্ত ।
বারুদের তাজা ঘ্রাণ আর গুলাগুলির প্রচন্ড শব্দে
প্রকম্পিত হয়ে ওঠে চারদিক মুহুর্তে
নির্মমতা, নিষ্ঠুরতা নগ্ন নৃত্য করে
চারদিক ঘিরে তুমুল ছন্দে ।
ধূলায় পদদলিত হয় বিশ্ব মানবতা
ভেঙ্গে চুরমার হয় অজস্র স্বপ্ন
ডুবে যায় আশা-ভরসার অগণিত ছোট ছোট তরী
নিহত হয় ভালোবাসা, নিভৃতে কাঁদে ন্যায়ের বাণী ।
তবু কি থেমে থাকে হিংস্রদের রক্তের নেশা ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।