আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর কাছ থেকে আমরা এরকম ভুল আশা করি না। প্রথম পাতায় (ইন্টার নেট সংস্করণ) ১ম লাইনে এরকম ভুল তথ্য দেয়ার মত ভুল যেন ভবিষ্যতে না হয় সে প্রত্যাশাই করি।



প্রথম আলোর কাছ থেকে আমরা এরকম ভুল আশা করি না। প্রথম পাতায় (ইন্টার নেট সংস্করণ) ১ম লাইনে এরকম ভুল তথ্য দেয়ার মত ভুল যেন ভবিষ্যতে না হয় সে প্রত্যাশাই করি। ....................................................................... স্পেন ১: ০ হল্যান্ড স্পেনকেই বেছে নিল বিশ্বকাপ এক টানে খুলে ফেললেন জার্সি। বুকে স্প্যানিশ ভাষায় লেখা একটা লাইন—‘স্পেনের শিরোপা জয় নিয়তি-নির্ধারিত’। আন্দ্রেস ইনিয়েস্তার ঘোষণাই সত্যি হলো।

বিশ্ব পেল নতুন চ্যাম্পিয়ন। সকার সিটি থেকে উঠল উল্লাসধ্বনি, ‘ভামোস এসপানা, ভিভা এসপানা’। পাঠকের মন্তব্য : Khola Janala ২০১০.০৭.১২ ০৮:২৯ বুকে স্প্যানিশ ভাষায় লেখা একটা লাইন—‘স্পেনের শিরোপা জয় নিয়তি-নির্ধারিত’ -- আসলে কী তাই? লেখা ছিল, “Dani Jarque seimpre con nosotros” (“Dani Jarque is always with us”). "ড্যানি জারকিউ, তুমি আছ আমাদের সাথে, সবসময়", ড্যানি জারকিউ একজন স্প্যানিশ খেলোয়ার যে গত আগস্টে মারা গেছেন। সুত্রঃ Click This Link নিউইয়র্ক টাইমসও ওরকম বলছে, Click This Link ধন্যবাদ। প্রথম আলোর কাছ থেকে আমরা এরকম ভুল আশা করি না।

প্রথম পাতায় (ইন্টার নেট সংস্করণ) ১ম লাইনে এরকম ভুল তথ্য দেয়ার মত ভুল যেন ভবিষ্যতে না হয় সে প্রত্যাশাই করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.