আমাদের কথা খুঁজে নিন

   

স্পেন না জিতলে অক্টোপাসের কাবাব আর হলান্ড না জিতলে টিয়ার চাপ

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আমাদের জবেহ করার এবং খাবার গ্রহণের পূর্ণ অধিকার আছে এই দুই প্রাণীরে। যেহেতু কর্পোরেট ফিফা আমাদের সরল জনগণরে চুইষ্যা খাইলো, গজের পর গজ কাপড় নষ্ট করাইলো। অন্তত এক হালি লোক মারল। আর দক্ষিন আফ্রিকার কথা কি কমু সবচেয়ে ভালো বলছে দিনমজুর ১ ২ সময় নিয়ে পড়ে দেখা জরুরী। তো বিশ্বের দরিদ্র জনগণের আবেগ চিবাইয়া যে ব্যবসাটা চলল, সেইটা থেইক্কা "নির্দোষ" বিনোদন ছাড়া কি পাইলাম? না না না আমি ঠ্যাটা বাঙাল আমার ছিলা কলা বুজাইয়া দেও। আমার ফুটবলরে বেচতে পারি না তো বাল কিসের লাইগ্গা না খাইয়া থাকুম আমি কাবাব খাবো আমি চাপ খাবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।