আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট প্রোভাইডারদের দেওয়া DNS ভেজাল করছে... ভাল DNS হিসেবে কোনটাকে ব্যবহার করতে পারি???

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

গুগল, ফেসবুক।

এই দুইটা ওয়েবসাইটেই শুধুমাত্র যেতে পারতাম। বাকিগুলায় ঢুকেনা। আপলোড স্পিড চরম খারাপ! সামু'তে ঢুকা নিয়েও ব্যপক ভেজাল হতো। তো, গুগলে ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম গুগল ডিএনএসের সন্ধান। সেট করতেই দেখি সব সমস্যার সমাধান হয়ে গেল! এখন অনেক সাইটেই ঢুকতে পারছি কোনপ্রকার সমস্যা ছাড়াই।

নেট ঘাটতে ঘাটতেই পেলাম আরো বেশ কিছু ডিএনএসের সন্ধান। অনেকে দেখছি বলছে ওপেন ডিএনএস-টা বেশি উপকারী। আমি বুঝতে পারছিনা কোনটা ব্যবহার করলে ভাল স্পিড পাবো... আপনারা একটু সাহায্য করুন। কোন ডিএনএস-টা ব্যবহার করলে ভাল পারফরমেন্স পাওয়া যাবে একটু জানান। ।

। নেট প্রোভাইডারদের ডিফল্ট ডিএনএস একটাই ছিল। অলটারনেটিভ ছিলোনা!!! যারা সাহায্য করবেন তাদের জন্য অগ্রিম ধন্যবাদ থাকলো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.